নোদন ডেস্ক : বলিউডের অনেক অভিনেত্রী আছেন পর্দায় চুম্বন দৃশ্যে অভিনয় করতে যাদের আপত্তি রয়েছে। সে তালিকাতে রয়েছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহাও।
তবে কী কারণে এ অভিনেত্রী এতোদিন পর্দায় চুম্বন দৃশ্যে অসম্মতি জানিয়েছেন, তা অজানাই ছিল। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে এ বিষয়ে মুখ খুলেছেন তিনি।
এক সাক্ষাৎকারে ‘দাবাং গার্ল’ সোনাক্ষী বলেন, ‘পর্দায় আমি চুম্বন দৃশ্যে অভিনয় করব না। কারণ চুম্বন দৃশ্যে আমি অস্বস্তি বোধ করি।’
বর্তমানে এআর মুরুগাদোস পরিচালিত আকিরা সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন সোনাক্ষী। সেখানে তিনি নাম ভূমিকায় অভিনয় করছেন। আগামী ২ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে। এছাড়া সামনে আসছে তার ফোর্স-টু এবং নূর শিরোনামের দুটি সিনেমা।