বিনোদন ডেস্ক : অভিনেতা সাইফ আলী ও অভিনেত্রী অমৃতা সিং দম্পতির মেয়ে সারা আলী খান। সম্প্রতি মেয়ে সারার জন্য সিনেমার কাজ ছেড়ে দিলেন মা অমৃতা। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম। ‘টু স্টেটস’ সিনেমায় অর্জুন কাপুরের মায়ের চরিত্রে অভিনয় করেন অমৃতা সিং। এতে অভিনয় করে অনেক প্রশংসাও পেয়েছিলেন তিনি। আবারো অর্জুনের সঙ্গে মুবারাকা সিনেমায় অভিনয় করার কথা ছিল এই অভিনেত্রীর। কিন্তু সিনেমাটি তিনি ফিরিয়ে দিয়েছেন। মুবারাকা সিনেমাটি পরিচালনা করছেন অনিস বাজমী। এ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন তিনি। কিন্তু পরে সিনেমাটি করতে অস্বীকৃতি জানান অমৃতা। বিশ্বস্ত এক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি আরো জানায়, অমৃতা মেয়ের ক্যারিয়ার শুরু করানোর জন্য সিনেমা খুঁজছেন। তার ক্যারিয়ারের চেয়ে মেয়ের ক্যারিয়ার তৈরিতেই ব্যস্ত তিনি। যার কারণে মুবারাকা সিনেমায় অভিনয় করছেন না।