নিজস্ব প্রতিবেদকঃ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) নিজস্ব কার্যালয় ভবন সম্প্রসারণের উদ্যোগ নেয়া হয়েছে। ৩১ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে গত ২০ ফেব্রুয়ারি এ সম্প্রসারণ প্রকল্পের প্রশাসনিক অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের ডিসেম্বর সময়ে এ প্রকল্প বাস্তবায়নের কথা রয়েছে।
এ কাজ বাস্তবায়নে সম্মতি চেয়ে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে ঠিচি পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
এ প্রকল্পের অঙ্গ ও অঙ্গভিত্তিক বিস্তারিত ব্যয় বিভাজনে নতুন করে ইন্টারনেট সংযোগ ব্যয় ধরা হয়েছে ২০ লাখ টাকা, অডিও ভিজুয়াল সিস্টেম ব্যয় ধরা হয়েছে ১ কোটি টাকা, কম্পিউটার ও আনুষঙ্গিক খাতে ব্যয় ধরা হয়েছে ৬ লাখ টাকা, আসবাবপত্র খাতে ব্যয় ধরা হয়েছে ৯০ লাখ টাকা, অগ্নিনির্বাপক সরঞ্জাম খাতে ব্যয় ৮০ লাখ টাকা, অনাবাসিক ভবন খাতে ব্যয় ২২ কোটি ৫৫ লাখ টাকা।
এ ছাড়া সড়ক ও মহাসড়ক খাতে ব্যয় ৮ লাখ ৮৪ হাজার টাকা, নিকাশ কাঠামো খাতে ব্যয় ৪ লাখ ১৭ হাজার টাকা, স্বাস্থ্যবিধান ও পানি সরবরাহে ২০ লাখ টাকা, টেলিযোগাযোগ খাতে ১৫ লাখ টাকা, বৈদ্যুতিক সরঞ্জামাদিতে ৪ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা, গ্যাস সরবরাহে ৩ লাখ টাকা, আররবিকালচার খাতে ৩ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।
এ ছাড়াও ফিজিক্যাল কনটিনজেন্সিতে ৩০ লাখ টাকা, প্রাইস কনটিনজেন্সিতে ৩০ লাখ টাকা, স্টেশনারি কেনায় ৩ লাখ টাকা, প্রচার ও বিজ্ঞাপন খাতে ১ লাখ টাকা, পরামর্শক নিয়োগে ৮ লাখ টাকা, সম্মানী বাবদ ৪ লাখ ২১ হাজার এবং টিস্টিং ফি বাবাদ ৩ লাখ ২০ হাজর টাকা ব্যয় ধরা হয়েছে।
জানা গেছে, সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা অপরাধীদের তথ্য যাচাই করতে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার-এনটিএমসির সহযোগিতা নিতে পারবে। এ জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে তেজগাঁও পুরাতন বিমানবন্দর সংলগ্ন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) কার্যালয়ে স্থাপন করা হয়েছে কেন্দ্রীয় ডাটাবেজ স্টেশন। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রকারী ও অপরাধীদের কর্মকাণ্ড এখান থেকেই মনিটর করা হবে।


