নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের প্রস্তুতি সম্পন্ন করতে দলীয় সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে তিনটি বৈঠকে অনুষ্ঠিত হবে।
আগামী ১৫, ১৮ ও ১৯ অক্টোবর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক হবে। বৃহস্পতিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান।
এতে বলা হয়, আওয়ামী লীগের জাতীয় কমিটির এক সভা আগামী ১৫ অক্টোবর বিকেল ৫টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
এর দুইদিন পর ১৮ অক্টোবর সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবদের এক সভা অনুষ্ঠিত হবে। এতেও সভাপতিত্ব করবেন শেখ হাসিনা।
সবশেষে আগামী ১৯ অক্টোবর বিকেল ৫টায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক সভা অনুষ্ঠিত হবে।
সভাগুলোতে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
আগামী ২২ ও ২৩ অক্টোবর ক্ষমতাসীন আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে।