সময় নাই, আগে কাজ ভাই

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন সুষ্ঠু হচ্ছে কি না- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খান বলেন, ‘সময় নাই, আগে কাজ ভাই।’

কোনো কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম, কোনো কেন্দ্রে ভোটার উপস্থিতি বেশি এর কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘ভোট শেষ হওয়ার আগে আমি কোনও মন্তব্য করবো না। তবে মনে হয় ভোটারদের ‘টেম্পারিং’ করা হচ্ছে যাতে তারা ভোটকেন্দ্রে না আসেন। তাই বেশি ভোটার আসছেন না। অনেককে ভোটকেন্দ্রে আসতে দেওয়া হচ্ছে না। আবার অনেকে এলেও তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।’

বৃহস্পতিবার সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে এলে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন। জবাবে তিনি এ কথা বলেন।