সময় বাড়ল অমর একুশে গ্রন্থমেলার

অমর একুশে গ্রন্থমেলার সময় বাড়ল। চলবে আগামী ১৭ মার্চ পর্যন্ত।

আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

গত ১৫ ফেব্রুয়ারি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বইমেলার ৩৮তম আসরের উদ্‌বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি প্রকাশকদের পক্ষ থেকে তোলা মেলার সময় বাড়ানোর দাবির পক্ষে সায় দেন।

মেলার উদ্‌বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের প্রকাশকদের পক্ষ থেকেও একটা দাবি এসেছে যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন যে ১৭ মার্চ, সে হিসাবে মার্চ মাস পর্যন্ত এটা চালাতে পারে। আমি মনে করি, বইমেলাটা আমরা এক মাস চালাতে পারি।’