ডেস্ক নিউজঃ বিএনপির সরকারবিরোধী আন্দোলনে রাজপথে শীর্ষ নেতৃত্বের এক ধরনের সংকট দৃশ্যমান। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার সক্রিয়তা বা উপস্থিতির প্রত্যাশা আছে দলের তৃণমূলের একটা বড় অংশের।
তৃণমূলের নেতারা মনে করেন, দলীয় চেয়ারপারসন যদি আন্দোলনে কিছুটা হলেও ভূমিকা রাখেন, সেটি সারা দেশের নেতাকর্মীদের জন্য ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করবে।
আগামী দিনের আন্দোলনের রাজনীতিতে খালেদা জিয়া কি দৃশ্যমান হওয়ার সম্ভাবনা আছে?
এমন প্রশ্নে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসিকে বলেন, ‘প্রশ্নই ওঠে না। এখন তো প্রশ্নই ওঠে না।’
“নিঃসন্দেহে দেশনেত্রী খালেদা জিয়া এখনো বন্দি অবস্থায় আছেন। তিনি অত্যন্ত অসুস্থ অবস্থায় আছেন। সুতরাং তার ব্যাপারে সঙ্গতভাবেই আপনি জানেন যে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বেই দল পরিচালিত হচ্ছে। এবং সেভাবেই আমরা কাজ করছি।”
বর্তমানে সভা-সমাবেশ পদযাত্রার মতো কর্মসূচি দিয়ে রাজপথে আন্দোলনে সরব রয়েছে বিএনপি। দলটির লক্ষ্য— নির্বাচনের আগে গণআন্দোলনের মাধ্যমে সরকারকে দাবি আদায়ে বাধ্য করা। কারণ দলীয় সিদ্ধান্ত হলো— এ সরকারের অধীনে কোনো নির্বাচনেই অংশগ্রহণ করবে না বিএনপি। যে কারণে আসন্ন সিটি নির্বাচনেও অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
বিএনপির মূল দাবি, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন।এটিসহ ১০ দফা দাবিতে আন্দোলন করছে দলটি। তবে ক্ষমতাসীন দল আওয়ামী কোনো অবস্থাতেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে চায় না।