সরকারি অনুদানের সিনেমায় পরীমনি

পরীমনি

ঢাকাই চলচ্চিত্রের দর্শকনন্দিত নায়িকা পরীমনি । ২০১৯-২০ অর্থ বছরের সরকারি অনুদানের নতুন একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন পরীমনি ।

২০১৯-২০ অর্থ বছরে তরুণ নির্মাতা ইফতেখার শুভর ‘লেখক’ নামের একটি ছবি অনুদান পেয়েছে। আর এই ছবিতেই অভিনয়ের জন্য সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন পরীমনি।

নির্মাতা সূত্রে জানা গেছে, ‘লেখক’ অনুদান পেলেও পরবর্তীতে হয়তো ছবিটির নাম পরিবির্তন করে ‘মুখোশ’ রাখা হতে পারে। তবে ছবিতে নায়িকা হিসেবে পরীমনি চূড়ান্ত হলেও নায়ক কে হচ্ছে তা এখনও চূড়ান্ত হয়নি।

ছবিটিতে চূড়ান্ত হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ছবিটার গল্পটা আমার কাছে বেশ চমৎকার লেগেছে। আশা করি আমার মত ছবিটি হলে মুক্তি পেলে দর্শকদেরও ভালো লাগবে।’

ছবিটির কাহিনী চিত্রনাট্য সংলাপ ও পরিচালনা করবেন ইফতেখার শুভ। যিনি নাটকের নির্মাতা। ব্যাচেলর ডট কম প্রডাকশনের ব্যানারে মুখোশ সিনেমা নির্মিত হচ্ছে। পরিচালক নিজেই আছেন প্রযোজক হিসেব।

পরীমনি মডেলিং এর মাধ্যমে তার কর্ম জীবন শুরু করেন। তিনি বিভিন্ন নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং টিভি নাটকে অভিনয় করেন। তিনি মডেলিং থেকে ছোটপর্দায় এবং তারপর রূপালী পর্দায় অভিনয় শুরু করেন পরীমনি। অভিনয় জীবন শুরু করেন টিভি নাটকে অভিনয়ের মাধ্যমে। তিনি সেকেন্ড ইনিংস, এক্সক্লুসিভ, এক্সট্রা ব্যাচেলর, নারী ও নবনীতা তোমার জন্য এ চারটি ধারাবাহিক নাটকে কাজ করেছেন। এর মধ্যে জাকারিয়া সৌখিন রচিত নারী ও নবনীতা তোমার জন্য নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেন পরীমনি। এতে চিত্রনায়ক আমিন খান, চিত্রনায়িকা পপি এবং ঈশানাও অভিনয় করেছিলেন। প্রথম অভিনীত নাটকেই তিনি ইলিয়াস কাঞ্চন এবং চম্পার সাথে অভিনয় করেন।

মুক্তির আগেই ২৩টি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে রীতিমত হৈ চৈ ফেলে দিয়েছিলেন পরী মনি। ছবি মুক্তির আগেই মিডিয়ায় নানা ধরনের খবরের জন্ম দিয়ে আলোচিত-সমালোচিত হয়েছেন তিনি। শাহ আলম মন্ডল পরিচালিত ভালোবাসা সীমাহীন তার অভিনীত প্রথম চলচ্চিত্র। কিন্তু তিনি আলোচনায় আসেন নজরুল ইসলাম খানের রানা প্লাজা চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়ার পর থেকে।পরবর্তীতে ওয়াজেদ আলী সুমন পরিচালিত পাগলা দিওয়ানা ও দরদিয়া, এস এ হক অলীকের আরো ভালোবাসবো তোমায় চলচ্চিত্রে অভিনয় করেন।