সরকারি কাজের স্বচ্ছতা ও দায়বদ্ধতা বাড়ানো

সচিবালয় প্রতিবেদক : বস্ত্র ও পাটমন্ত্রী মুহাঃ ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি বলেছেন, ‘সরকারি কাজের স্বচ্ছতা ও দায়বদ্ধতা বাড়ানো, সরকারি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) চালু করেছে সরকার।

বুধবার দুপুরে সচিবালয়ে ‘বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে এ মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর ও সংস্থা প্রধানদের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে পাটমন্ত্রী মুহাঃ এমাজ উদ্দিন প্রামাণিক এমপি, প্রতিমন্ত্রী মির্জা আজম এমপির উপস্থিতিতে এই এপিএ চুক্তি স্বাক্ষরিত হয়। মন্ত্রণালয়ের সচিব ফয়জুর রহমান চৌধুরী ও দপ্তর প্রধানগণ এতে স্বাক্ষর করেন।

মন্ত্রী মুহাঃ এমাজ উদ্দিন প্রামাণিক এমপি বলেন, ‘সরকারের নীতি ও কর্মসূচি যথাযথ বাস্তবায়নের মাধ্যমে কাঙ্খিত লক্ষ্য অর্জনে এ চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কাজের প্রতি কর্মকর্তা কর্মচারিদের দরদ বাড়বে।’

প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেন, ‘প্রশাসনে গতিশীলতা আনাই এ চুক্তির মূল লক্ষ্য। প্রধানমন্ত্রীর নিদের্শনা বাস্তবায়ন, বিশেষ করে রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ অর্জনে এ চুক্তি অগ্রনী ভূমিকা পালন করবে ।’

তিনি বলেন, ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি আমাদেরকে কর্মমূখী সংস্কৃতির দিকে ধাবিত করবে । যা আমাদের পর্যায়ক্রমে মধ্যম আয় ও উন্নত দেশে পরিণত হতে সাহায্য করবে ।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কৃষ্ণ ভট্টাচার্য্য, পাট অধিদপ্তরের মহাপরিচালক মো. শামছুল আলম, বিজেএমসি’র চেয়ারম্যান ড. মাহমুদুল হাসান, বিটিএমসি’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আহমেদ জাকারিয়া (বীর প্রতীক), তাতঁ বোর্ডের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।