সরকারি কোষাগার থেকে বেতন-ভাতাসহ ৩ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক : সরকারি কোষাগার থেকে বেতন-ভাতাসহ ৩ দফা দাবি জানিয়েছে ইউনিয়ন পরিষদের সচিবরা।

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে এসব দাবি জানান তারা। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির (বাপসা) ব্যানারে দাবি আদায়ে দুই দিনব্যাপী এ অবস্থান কর্মসূচি পালন করছেন সারা দেশ থেকে আগত ইউনিয়ন পরিষদের সচিবরা।

তাদের অন্য দাবি দুটি হলো-ইউপি সচিবদের পদবী পরিবর্তন পূর্বক (মূখ্য কর্মকর্তা) ১০ম গ্রেড স্কেলে কর্মকর্তার মর্যাদা প্রদান এবং ইউপি সচিবদের আর্থিক নিরাপত্তার লক্ষ্যে পেনশন সুবিধা প্রদান।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদ গ্রাম বাংলার প্রতিটি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল প্রকার নাগরিক সেবা প্রদান, দরিদ্রতা নিরসন, দুর্যোগ মহামারি পারিবারিক কলহসহ যে কোনো প্রকার বিপদ-আপদে সর্বক্ষণ পাশে থাকে। ইউনিয়ন পর্যায়ে এমন কোনো উন্নয়ন কর্মকাণ্ড নেই যেখানে ইউনিয়ন পরিষদের ছোঁয়া পাওয়া যাবে না। আর এই সকল কাজে সবচেয়ে অবদান বেশি ইউপি সচিবদের।

বক্তারা বলেন, বিভিন্ন দায়িত্ব পালন করা সত্ত্বেও বাংলাদেশে ৪ হাজার ৫৭১ জন ইউপি সচিবকে মাস শেষে বেতন নিতে হলে কেন্দ্রীয় সরকারের বরাদ্দপত্র, উপজেলা প্রশাসনের বরাদ্দপত্র এবং বরাদ্দের খাত অনুসন্ধান করতে হয়। সরকারি কর্মকর্তাদের সুযোগ-সুবিধা থেকে ইউপি সচিবরা বঞ্চিত। চাকুরি শেষে নিজের এবং পরিবারের আর্থিক নিরাপত্তার জন্য নেই কোনো পেনশন ব্যবস্থা। যদিও অবসরকালীন কিছু টাকা দেওয়ার বিধান রাখা হয়েছে কিন্তু সেই টাকা উত্তোলনে সচিবদের বিড়ম্বনার শেষ নেই।

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির (বাপসা) সভাপতি শেখ হাবিবুর রহমান, মহাসচিব, মো. মাসুদ পারভেজ, আতাউল করিম, মো. জিয়াউর রহমান, মো. মাহাবুবুল আলমসহ সারা দেশ থেকে আগত দুই শতাধিক ইউনিয়ন পরিষদের সচিবরা এতে অংশগ্রহণ করেন।