
বিনা তদন্তে ৮ দিনের নোটিশে চাকরি থেকে অব্যাহতির বিধান রেখে সরকারি চাকরি আইন সংশোধনের উদ্যোগের প্রতিবাদে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ করেছে।
শনিবার (২৪ মে) সকালে সচিবালয়ের একাধিক কর্মচারী সংগঠনের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি নূরুল ইসলাম বলেন, আইনটি সংশোধনে কর্মচারীদের মতামত নেয়া হয়নি। এই আইনের কারণে আতঙ্ক ও ভীতি ছড়িয়েছে। তাছাড়া, ছুটি নিয়ে অনুপস্থিত থাকলেও চাকরিচ্যুত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ সময় আইনটি বাতিল না করলে কঠোর কর্মসূচি দেয়ারও ঘোষণা দেন সচিবালয়ের কর্মরতরা।
প্রসঙ্গত, শৃঙ্খলা ফেরাতে ‘সরকারি চাকরি আইন- ২০১৮’ সংশোধন করে বিলুপ্ত ১৯৭৯ সালের বিশেষ আইনের বিধান যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার।