সরকারি তেল শোধনাগারে আগুন

চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত দেশের একমাত্র সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারী কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কাজ শুরু করেছে।

আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার আবদুল আহমেদ মিয়া।

তিনি জানান, খবর পওয়ার পরপরই আগ্রাবাদ স্টেশন থেকে ৪টিসহ নগরীর বিভিন্ন ফায়ার সার্ভিস স্টেশন থেকে একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।