
দেশে সরকারি নির্দেশনা মেনে বন্ধ করে দেওয়া হয়েছে সব সিনেমার শুটিং। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান। বৃহস্পতিবার (০১ জুলাই) তিনি বলেন, ‘গতকাল পরিচালক সমিতির মিটিং হয়েছে।
তিনি বলেন, সরকারি নির্দেশনা মেনে চলার ব্যাপারে আমরা একমত হয়েছি। সে নির্দেশনা অনুযায়ী আমাদের সব সিনেমার শুটিং বন্ধ রাখার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। আগামী এক সপ্তাহ শুটিং বন্ধ। তারপর নির্দেশনা অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব।’
বেশ কয়েকটি সিনেমার শুটিং থাকায় গত এক মাস জমজমাট ছিল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গন। তপু খানের ‘লিডার-আমি বাংলাদেশ’, মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘রিভেঞ্জ’, শাপলা মিডিয়ার ‘জেদি মেয়ে’, অপু বিশ্বাস অভিনীত ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমাসহ কয়েকটি বিজ্ঞাপন এবং দীপ্ত টিভির একটি ফিচার ফিল্মের শুটিং হয়েছে এফডিসিতে।