সরকারি হাসপাতালে অনিয়ম প্রকাশে বাধা : গণমাধ্যমের স্বাধীনতা প্রশ্নের মুখে

ফেনী জিলা দাগনভূঞা ৫০ শয্যা উপজেলা সরকারি হাসপাতালের সাম্প্রতিক ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে— সরকারি প্রতিষ্ঠানে অনিয়ম প্রকাশ করা কি এখন অপরাধ?

অভিযোগ অনুযায়ী, হাসপাতালে চিকিৎসক অনুপস্থিত থাকায় নার্স দ্বারা রোগী দেখানো হচ্ছিল। এ বিষয়ে প্রশ্ন তুলতেই হাসপাতালের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। শুধু তাই নয়, সাংবাদিককে ভয়ভীতি দেখাতে থানায় ফোন করে পুলিশ ডাকার অভিযোগ উঠেছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ এস এম সোহরাব আল হোসাইনের বিরুদ্ধে।

উদ্বেগজনক বিষয় হলো— সংবাদ সংগ্রহের জন্য ব্যক্তিগত অনুমতির শর্ত আরোপ। যা সংবিধান স্বীকৃত সংবাদপত্রের স্বাধীনতার সঙ্গে সাংঘর্ষিক।

এর আগে ১৯ অক্টোবর ২০২৫ তারিখে হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছিল। সংশ্লিষ্ট মহলের মতে, সেই সংবাদের প্রতিশোধ হিসেবেই এই আচরণ।
ফেনী জেলা সিভিল সার্জন ডা. রুবাইতুন করিম বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিলেও এখনো কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়।

এই ঘটনা শুধু একজন সাংবাদিকের নয়—এটি জনগণের জানার অধিকার রুদ্ধ করার একটি দৃষ্টান্ত।