সুমন হোসেন শাওন, মুন্সীগঞ্জ সংবাদদাতাঃ সরকারী গাছ লুট করে দোকান নির্মাণ করার অভিযোগ উঠেছে। মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়ন সাতগাঁও বাজার সংলগ্ন রাস্তার সরকারি গাছ কেটে দোকান নির্মাণ। কিন্তু নজর নেই কর্তৃপক্ষে। দেখে না দেখার ভান করে চলছে প্রশাসন। জানা গেছে, বীরতারা ইউনিয়নের আওয়ামীলীগ নেতা আনোয়ার খান ও বহিরাতগতরা ক্ষমতা দেখিয়ে প্রকাশে দিবালোকে গাছ কেটে দোকান নির্মাণ করেছে। সরকারী মেহগুনী গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ লুট করছে। গাছটি লুটের সাথে অনেকেই জরিত বলে অভিযোগ করছেন স্থানীয়রা। আনোয়ার আওয়ামীলীগ নেতা এবং প্রভাবশালী হওয়ায় মুখ খুলতে কেউ সাহস পাচ্ছে না। কিন্তু বিষয়টি নিয়ে চলছে কানাঘুষা। শুধু তিনি নয় বহিরাগত লোকজনসহ এই গাছ লুটের সাথে জরিত আছেন বলেও অনেকে অভিযোগ করেন। উপজেলা বন কর্মকর্তা মোঃ মোস্তাফা কামাল বলেন, বিষয়টি আমি জানতে পেরেছে। খোঁজ খবর নিয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


