সরকারী নির্দেশনা উপক্ষিত চেয়ারম্যানের গাড়ী চলে গ্যাসে বিল হয় তেলের

অনুসন্ধানী নিউজ

মাহফুজুর রহমান সোহাগ, নালিতাবাড়ী থেকেঃ সরকারী নির্দেশনা ও বিধি নিষেধ উপক্ষিত করে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মোকলেছুর রহমান রিপন (বিএনপি সমর্থিত) জীপ গাড়ীটি নিজ খেলালখুশি মত বহিরাগত ড্রাইভার নিয়ে উপজেলার বাইরে নিয়ে যাচ্ছেন প্রতিনিয়িত। নির্দেশনা মতে গাড়ীটি তেলে চালানোর কথা থাকলেও চালানো হচ্ছে গ্যাসে এবং এর বিল উত্তোলন করা হয় তেলের। এ নিয়ে বর্তমান ও বিগত সময় নানা অভিযোগ উঠেছে চেয়ারম্যানের বিরোদ্ধে।
সূত্রে, নালিতাবাড়ী উপজেলা পরিষদের জীপ গাড়ীটি (শেরপুর-ঘ-১১-০০১১) গাড়ীটি ৩ মাসে ৭৫ হাজার টাকার ব্যয় করার নিয়ম। প্রতি বছর গাড়ী মেরামতের জন্য ৫০ হাজার টাকা বরাদ্ধ। অভিযোগে তিনি চেয়ারম্যান হিসাবে আসার পরই শেরপুরে গিয়ে বসবাস শুরু করেন এবং সেখানেই গাড়ী রাখেন এবং গ্যাস ভরে দিনে ২ বার যাতায়াত করেন। যা প্রতিদিনি শুধু শেরপুরেই যাতায়াত হয় ৬০ কিঃ মিঃ। তিনি প্রায় সময় বহিরাগত ড্রাইভার নিয়ে চেয়ারম্যান নিজেই জামালপুর, ময়মনসিংহ, ঢাকায় চলে যান। একই সাথে উপজেলার ইউনিয়ন গুলোতে না গিয়ে পরির্দশন ও অ্যাপ্যায়নের নামে টোল দেখিয়ে সে টাকা উত্তোলন করে যাচ্ছেন। যা লগ বই ও বিলপত্রে সাথে কোন সত্যাতা নেই। গাড়ীতে তেল না ভরে গ্যাস ভরে চালানোয় গাড়ীর স্থায়িত্ব দিনদিন অবনতির দিকে যাচ্ছে। গাড়ী মেরামতের ব্যয় যাচ্ছে বেড়ে। আর এভাবেই মাসে মিথ্যা পরিদর্শন ও লগ বই ম্যানটেইন করে মাসিক বিল উত্তোলন করে চলেছেন দীর্ঘ দিন ধরে। এদিকে গাড়ী মেরামতের জন্য ২০১৬ সালের শেরপুরের মিম মটরসের মালিক সুরুজ মিয়ার নামে তার প্যাড ব্যবহার করে ২লক্ষ টাকা উত্তোলন করেন চেয়ারম্যান। পরে মিম মটরসের মালিক সুরুজ মিয়া বিষয়টি জানতে পেরে সে বছরেরই ১০ অক্টোবর জেলা প্রশাসকের নিকট সুরুজ অভিযোগ দেয়। বিষয়টির ব্যাপারে তদন্ত এগোলেও পরে তদন্তটির গতি স্থিমিত হয়ে যায় বলে অভিযোগে জানা যায়।
এব্যাপারে উপজেলা পরিষদের গাড়ী চালক আঃ হালিম বলেন, নালিতাবাড়ী উপজেলার জন্য গাড়ী থাকলেও গাড়ী থাকে শেরপুরে। তেলের বরাদ্ধ থাকলেও গ্যাসে চালানো হয়। চাবি থাকে তাদের কাছে। তখন তারা বহিরাগত লোক দিয়ে ঢাকা-ময়মনিসংহসহ বিভিন্ন জায়গায় যায়। আমরা নিম্ন শ্রেনীর কর্মচারী আমাদের কিছু বলার থাকে না।
মিম মটরসের মালিক সুুরুজ মিয়া বলেন, টেন্ডার কোটেশনের মাধ্যমে গাড়ীর কাজ পেয়েছি আমি। চেয়াম্যান আমার নামের আমার প্রতিষ্ঠানের প্যাড ব্যবহার করে সাকুল্য ২ লক্ষ টাকা উত্তোলন করেছে। আমি একটি টাকাও পাইনি।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকলেছুর রহমান রিপন বলেন, আমি গাড়ী নিয়ে ঢাকায় যাইনি, ড্রাইভারের সমস্যা থাকে। আমি মোটর সাইকেলেও অফিস করেছি।