সরকারের অনুমতি না নেওয়ায় বাদ পড়ল সানি লিওনি

বিনোদন ডেস্কঃ প্রথমবারের মত ডালিউডের “বিক্ষোভ” সিনেমার একটি আইটেম গানে অংশগ্রহন করেছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সানি লিওনি। সম্প্রতি সিনেমাটি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। কিন্তু বাদ পড়েছে সানির আইটেম গানের দৃশ্যটি। জানা যায় সেন্সর বোর্ডে সানির সেই আইটেম গান জমাই দেওয়া হয়নি।

কারন হিসেবে পরিচালক শামীম জানান, দেশীয় চলচ্চিত্রে সরকারের পূর্বানুমতি ছাড়া বিদেশি শিল্পীরা কাজ করতে পারবেন না, এমনটাই আইনে রয়েছে। এই ছবিতে অনুমতি না নিয়েই সানি লিওনিকে নিয়ে শুটিং করানো হয়েছিল। এ কারণে সেন্সর বোর্ডে তাঁর অংশটি জমাই দেওয়া হয়নি।

এ ব্যাপারে ছবির পরিচালক আরও বলেন, “ওই সময় হুট করেই সানি লিওনির শিডিউলটা পেয়েছিলাম আমরা। তা ছাড়া ওই সময় শুটিং না করলে একসঙ্গে রাহুল দেবকেও পাওয়া যেত না। ফলে তাড়াহুড়ার মধ্যে অনুমতি নেওয়ার সময় পাইনি আমরা। ভেবেছিলাম, পরে বাংলাদেশে ফিরে অনুমতির বিষয়টি ঠিকঠাক করে নেব। কিন্তু তা আর সম্ভব হয়নি। এ কারণে সরকারের নিয়ম মেনে ছবি থেকে সানি লিওনির অংশটি বাদ দিয়েছি”।

তবে এই পরিচালক জানান, ‘প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল নামে ভারতে শাপলা মিডিয়ার একটি শাখা আছে। কিছুদিনের মধ্যে প্রতিষ্ঠানটি অঙ্কুশকে নিয়ে ছবি করতে যাচ্ছে, সেই ছবিতে গানটি রাখার কথা আছে।’

২০১৯ সালের আগস্ট মাসে তাঁর মুম্বাইয়ের বাসায় বসে বাংলাদেশের শাপলা মিডিয়ার সঙ্গে চুক্তি করেন সানি লিওনি। ‘বেবি ডল বেবি ডল’ শিরোনামের গানটি লিখেছেন আকাশ ও প্রিয় চট্টোপাধ্যায়। সংগীত পরিচালনা করেছেন আকাশ। কণ্ঠ দিয়েছেন আকাশ ও কোনাল। গানটিতে সানি লিওনির সঙ্গে অভিনয় করেছেন ভারতের আরেক অভিনেতা রাহুল দেব ও বাংলাদেশের শান্ত খান।