সরকারের পদত্যাগের বিকল্প নাই: বাংলাদেশ কংগ্রেস

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন বলেছেন, ‘কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে স্মরণকালের ভয়াবহতম হতাহতের ঘটনা ঘটেছে। আন্দোলন নিয়ন্ত্রণে সরকার সব ধরনের বাহিনীকে মাঠে নামিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না। এমন মহাসংকটে নিপতিত হয়েছে যার জন্য এই সরকার শতভাগ দায়ী। ফলে বিরাজমান পরিস্থিতিতে সরকারের পদত্যাগ ছাড়া সংকটের সমাধান হবে না।’

শনিবার দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বর্তমান অবস্থায় সব দলের সমন্বয়ে একটি সর্বদলীয় অস্থায়ী সরকার গঠনের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করার জন্য রাষ্ট্রপতিকে আহ্বান জানাচ্ছি।’

লিখিত বক্তব্যে কংগ্রেস চেয়ারম্যান বলেন, ‘কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্রদের শন্তিপূর্ণ কর্মসূচির শুরুতেই সড়ক ও সেতুমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, আইনমন্ত্রী, প্রধান বিচারপতি ও ছাত্রলীগের উসকানিমূলক বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে আন্দোলন দানা বেঁধে ওঠে। তাদের নির্দেশে ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা বাহিনী আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলা চালায়। এতে স্মরণকালের ভয়াবহতম হতাহতের ঘটনা ঘটে। সরকারের নানামুখী ভুল পদক্ষেপের কারণে আজ ছাত্র-জনতা ফুঁসলে উঠেছে।’

সংবাদ সম্মেলনে জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নাশকতাকারীদেরকে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

কাজী রেজাউল হোসেন বলেন, ‘অবিলম্বে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে এবং শিক্ষার্থীদেরকে উপযুক্ত নিরাপত্তা দিতে হবে।’তিনি গণগ্রেফতার ও মোবাইল চেকিংয়ের মাধ্যমে জনগণের ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ বন্ধ করার আহ্বান জানান।

এ সময় দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম, অ্যাডভোকেট মো. আব্দুল আওয়াল, মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মো. মিজানুর রহমান, ন্যাশনাল সিনেট সদস্য অ্যাডভোকেট মো. জিয়াউর রশিদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামরুজ্জামান বাবলু, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রঊফ খান প্রমুখ।