সরকারের লগোযুক্ত স্টিকার লাগানো একটি পাজেরো জিপ থেকে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী থানার ফকিরনীর হাট নামক এলাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লগোযুক্ত স্টিকার লাগানো একটি পাজেরো জিপ থেকে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

রোববার দুপুরে এই ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পাজেরোসহ জসিম উদ্দিন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. মহসিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি স্টিকার লাগানো একটি পাজেরো জিপে ইয়াবা পাচার হয়ে আসার গোপন সংবাদ পাওয়া যায় সোর্সের মাধ্যমে। খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি টিম ফকিরনীর হাট এলাকায় অবস্থান নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখী সরকারি স্টিকার লাগানো একটি পাজেরো জিপ থামিয়ে তল্লাশি চালালে এর ভেতরে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

পুলিশ জানায়, পাজেরোটি কোনা সরকারি প্রতিষ্ঠানের না হলেও অবৈধভাবে সরকারি স্টিকার লাগিয়ে এর মাধ্যমে ইয়াবা পাচারের চেষ্টা করছিল পাচারকারীরা। এই ইয়াবা পাচারের সঙ্গে সংশ্লিষ্টদেরও গ্রেপ্তারের চেষ্ট চলছে বলে পুলিশ জানিয়েছে।