
বিশেষ সংবাদদাতাঃ আওয়ামী লীগ সরকার দেশের অসহায় মানুষের পাশে রয়েছে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সরকার অসহায় মানুষকে সহযোগিতা করে আসছে। এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
শনিবার (২৪ আগস্ট) নগরের রিকাবিবাজার কবি কাজি নজরুল ইসলাম অডিটোরিয়ামে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে সরকারি সহায়তার ৩৪ লাখ টাকা ২৬৮ জনের হাতে তুলে দেন মন্ত্রী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।
সমাজসেবা অধিদপ্তর সিলেটের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের প্রভাষক সানজিদা সুলতানার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অধিদপ্তরের বিভাগীয় পরিচালক (উপ-সচিব) সন্দ্বীপ কুমার সিংহ, জাতীয় সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক।
এরপর মন্ত্রী সিলেট জেলা স্টেডিয়ামের নবনির্মিত পাঁচতলা বিশিষ্ট ভিআইপি ভবনসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন।
সিলেটের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এম কাজী এমদাদুল ইসলাম ছাড়াও এসময় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক্ব শফিকুর রহমান চৌধুরী, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদ সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ সদস্য বিজিত চৌধুরী, সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক সন্দ্বীপ কুমার সিংহ (উপসচিব), সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আসলাম উদ্দিন প্রমুখ।