সরকার কাউকে নির্বাচনের বাইরে রাখতে চায় না

নিজস্ব প্রতিবেদক : রোববার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সরকার কাউকে নির্বাচনের বাইরে রাখতে চায় না। তবে কেউ যদি আইনি কারণে বাইরে থাকে, তখন আমাদের কিছু করার নেই।

আনিসুল হক বলেন, দণ্ডপ্রাপ্তদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে দুটি রায় আছে। এখন সেই রায়ের আলোকে সুপ্রিম কোর্ট ও নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে খালেদা জিয়া নির্বাচনে আসতে পারবেন কি না।

তিনি আরো বলেন, বাংলাদেশের সংবিধানে নির্বাচন করার একটা বিধান আছে। সে অনুসারে কাউকে নির্বাচনের বাইরে রাখতে চাই না। সুপ্রিম কোর্টে এ সংক্রান্ত দুটি রায় আছে। দুটি রায় দুই রকম। তাই এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে সুপ্রিম কোর্ট আর নির্বাচন কমিশন। এখানে আমাদের কোনো ভূমিকা নাই।

আইনমন্ত্রী বলেন, আইন আইনের মতো চলবে। এসব ব্যাপারে কোনো হুমকি-ধামকিতে আইনের কোনো ব্যত্যয় ঘটবে না।

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খন্দকার মুসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক উপস্থিত ছিলেন।