
জ্যেষ্ঠ প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার করবে। এর জন্য সময়ের প্রয়োজন। সোমবার বিকেলে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনরতদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের।
এর পরিপ্রেক্ষিতে আগামী এক মাসের জন্য আন্দোলন স্থগিত রাখার কথা বলা হয়। তবে এখনো আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
এর আগে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে সচিবালয়ে সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্দোলনরত বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ২০ সদস্যের একটি প্রতিনিধিদল সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে বসেন।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ ও জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম ও খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এস এম কামাল হোসেন, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এবং ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া।