সরকার চায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন: কাদের

আওয়ামী লীগ খালি মাঠে গোল দিতে চায় না মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার চায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন।

তিনি বলেন, ‘সভা-সমাবেশ সবার সাংবিধানিক অধিকার। কিন্তু, বিএনপি কর্মসূচির নামে সন্ত্রাস ও জনভোগান্তি সৃষ্টি করলে আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আজ বৃহস্পতিবার সকালে নিজ বাসায় নিয়মিত ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এমন মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, সমাবেশের অনুমতি না দিলে বিএনপি সরকারকে অগণতান্ত্রিক বলে, আর অনুমতি দিলে বিশৃঙ্খলা ও সহিংসতা চালায়।

এ ছাড়া সাম্প্রতিক সহিংসতার ঘটনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারের মামলা দেওয়ার অভিযোগ সত্য নয় বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।