
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বর্তমান সরকার ডিজিটাল যুগের অপার সম্ভাবনার সুযোগ কাজে লাগিয়ে ডাকঘরকে দেশের অন্যতম শ্রেষ্ঠ সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।
দেশজুড়ে ডাকঘরের বিস্তীর্ণ অবকাঠামো ও মানব সম্পদ কাজে লাগানোর মধ্যদিয়ে এ প্রতিষ্ঠানকে শীর্ষ পর্যায়ের প্রতিষ্ঠানে রূপান্তর করা অপরিহার্য এ কথা উল্লেখ করে তিনি বলেন, এই ক্ষেত্রে কোনো আপস নেই। তৃণমূল মানুষের প্রিয় এবং একইসাথে ভরসার প্রতিষ্ঠান ডাকঘর।
আজ শনিবার রাজধানী থেকে অনলাইনে সংযুক্ত হয়ে রংপুর বিভাগীয় শহরে নবনির্মিত তিন ৩লা বিশিষ্ট জিপিও ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী অস্ট্রেলিয়া ও চীনের ডাকঘরের কার্যক্রম তুলে ধরে বলেন,‘ডিজিটাইজেশন যতো সম্প্রসারিত হবে ডাকঘরের প্রয়োজনীয়তা ততো বাড়বে। এজন্যই ডাকঘরের আগামী দিনের সম্ভাবনাকে কাজে লাগাতে যা কিছু করণীয় আছে আমাদেরকে তাই করতে হবে।
তিনি ডাক অধিদপ্তরের বিদ্যমান মানব সম্পদকে কিভাবে কাজে লাগানো যায়, তা খতিয়ে দেখে সংশ্লিদের এব্যাপারে পরিকল্পনা গ্রহণ ও প্রদানের নির্দেশনা দেন।
ডাকঘরকে ডিজিটালাইজেশনের জন্য সম্প্রতি প্রণীত ‘ডিজিটাল সার্ভিস ল্যাব’র পরামর্শগুলো বাস্তবায়ন করা গেলে ডাকসেবার আমুল পরিবর্তন ঘটবে বলেও মন্ত্রী উল্লেখ করেন।
সূত্র- বাসস