সরকার ড. ইউনূসকে জেলে পাঠানোর চক্রান্ত করছে: ফখরুল

নিজস্ব প্রতিবেদকঃ নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে সরকার জেলে পাঠানোর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, ‘এই সরকার এমন এক সরকার যারা ন্যুনতম সম্মানবোধ করতে জানে না গুণী মানুষকে। ড. ইউনুস একজন নোবেল লরেট। বাংলাদেশে একমাত্র ব্যক্তি যিনি একটা নোবেল পুরস্কার পেয়েছেন। সরকার এখন উনার বিরুদ্ধে এমনভাবে লেগেছে যে, তাকে জেলে ঢুকিয়েই ছাড়বে। একটা অবস্থান তারা তৈরি করেছে। কালকে একজন মন্ত্রী বলছেন যে, আমেরিকার প্রেসিডেন্টকেও তো জেলে যেতে হয়। আমেরিকার প্রেসিডেন্টকে যে কারণে জেলে যেতে হয় সেই কারণ ড. ইউনুসের নাই।

মির্জা ফখরুল বলেন, ড. ইউনুসকে আপনারা (সরকার) ব্যক্তিগতভাবে প্রতিহিংসার কারণে শত্রুতার কারণে তাকে এভাবে ভিকটিম করে তার বিরুদ্ধে এই মামলা-মোকাদ্দমা নিয়ে এসে এভাবে কারাগারে পাঠানোর চেষ্টা করছেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় এক অনুষ্ঠানে বলেছেন, বিএনপি নেতারা আন্দোলনে ব্যর্থ হয়ে ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে নতুন খেলায় মেতেছে। এক এগারোর দুঃস্বপ্ন দেখছে তারা। বাংলার মাটিতে এই অশুভ খেলা খেলতে দেওয়া হবে না।

এ প্রসঙ্গে তিনি বলেন, আবার বলে কি যে, বিএনপি নাকি ড. ইউনুসের ওপর ভর করেছি। ড. ইউনুসের ওপর ভর করার আমাদের কোনো কারণ নাই। আমরা পুরোপুরিভাবে এদেশের জনগণের ওপর ভর করেছি।

বিএনপির অন্যতম এই জ্যেষ্ঠ নেতা যোগ করেন, আমরা বিশ্বাস করি, এদেশের জনগণ হচ্ছে সব শক্তির উৎস্য, জনগণই এদেশের জনগণের সরকার তৈরি করবে এবং ভাগ্য পরিবর্তন করবে। সেই কারণে আমরা মানুষের কাছে গিয়েছি।

ক্ষমতাসীন দলকে প্রশ্ন করে তিনি বলেন, আপনারা কেন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে চান না। কারণ আপনারা জানেন যে, ওইটা করলে আপনারা ১০টা আসনও পাবেন না।

‘নব্বইয়ে ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যে’র উদ্যোগে ‘নব্বইয়ের গণঅভ্যূত্থান ও কিছু কথা’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষ্যে এই আলোচনা সভা হয়। নব্বইয়ের ডাকসুর ভিপি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান‍উল্লাহ আমানের লেখা এই গ্রস্থটি প্রকাশক শাহজী প্রকাশনী সংস্থা।

ডাকসুর সাবেক এজিএস নাজিম উদ্দিন আলমের সঞ্চালনায় আলোচনা সভায় নব্বইয়ের ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান, জিএস খায়রুল কবির খোকন, সাবেক ছাত্রনেতা জহির উদ্দিন স্বপন, মোস্তাফিজুর রহমান বাবুল, ফজলুল হক মিলন, খন্দকার লুতফুর রহমান, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আসাদুর রহমান খান আসাদ ও কামরুজ্জামান রতন বক্তব্য রাখেন।