
নিজস্ব প্রতিবেদক : বিএনপির নির্বাহী সদস্য তাবিথ আউয়াল বলেছেন, আমি আশাবাদী একটা সুষ্ঠু অনুসন্ধানের পরে সত্যটা বেরিয়ে আসবে। তবে যে রাজনীতি বিরাজ করছে, সেখানে আমার একার বিষয় না, সাবেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে সব সদস্যের ক্ষেত্রে সকল অ্যাকশনই সরকার থেকে রাজনৈতিক একটা প্রভাব খাটানোর চেষ্টা করা হচ্ছে।
মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বিভিন্ন ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে কোটি কোটি টাকা লেনদেন ও অবৈধ সম্পদের অভিযোগ অনুসন্ধানে সকাল পৌনে ১০টা থেকে দেড়টা পর্যন্ত তাবিথ আউয়ালকে দুদক উপপরিচালক এস এম আকতার হামিদ ভূঁইয়া জিজ্ঞাসাবাদ করেন।
তাবিথ আউয়াল বলেন, ‘আমি মনে করি একটা সুষ্ঠু অনুসন্ধান অবশ্যই হবে। যে রাজনীতি বিরাজ করছে বাংলাদেশে, আমি মনে করি সকল অ্যাকশনই সরকার থেকে রাজনৈতিক একটা প্রভাব খাটানোর চেষ্টা করা হচ্ছে। এখানে আমার একার বিষয় না, সর্বোচ্চ সাবেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই যারা সদস্য আছি সেই পর্যন্ত।’
তিনি বলেন, একটা অনুসন্ধান চলছে। এই অনুসন্ধানের মাঝে কথা বলা আইনি বাধা আছে। আমিও মনে করি বলাটাও ঠিক হবে না। তবে আমি আশাবাদী একটা সুষ্ঠু অনুসন্ধানের পরে সত্যটা বেরিয়ে আসবে।
অবৈধ সম্পদের অনুসন্ধান কোনো রাজনৈতিক উদ্দেশ্য করা হচ্ছে কি না-প্রশ্নে তাবিথ আউয়াল বলেন, আমি মনে করি বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি বিরাজমান বাংলাদেশে, যেখানে আমরা অপেক্ষা করছি সুষ্ঠু আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া জামিন নিয়ে অবশ্যই আমাদের মাঝে আসবেন। সেই জায়গায় প্রতিটি জিনিসেই যা হচ্ছে রাজনৈতিক একটা ডিন্সট্রাকশন জন্য। আমি মনে করি যতই সমস্যা আসুক বা তৈরি করুক আমরা এগিয়ে থাকব দল হিসেবে এবং সচেতন নাগরিক হিসেবে।
তিনি বলেন, কী অভিযোগ করেছে তা দুদক থেকে জেনে নিতে হবে, তবে আমি এতটুকু বলতে পারি আমাদের মধ্যে বেশ সুষ্ঠু কথাবার্তা হয়েছে। এই কথাবার্তার আলোকে আমি মনে করি, একটা সুষ্ঠু অনুসন্ধান আগামীতে দেখব। আমাদের মূল হয়রানি হল দেশনেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে, আমরা তার দিকে তাকিয়ে আছি, যতকিছুই হচ্ছে তাকে হয়রানি করার জন্য হচ্ছে।
তাবিথ আউয়াল আরো বলেন, প্রভাব পড়বে কি না, ওই অর্ডারটা স্থগিত অবস্থায় আছে, আমি আইনত এখনো প্রার্থী। আমি আশা করি ইলেকশনটা আবার চালু হবে। সেটার ব্যাপারে আমি কাউকে ব্যক্তিগতভাবে দোষ দিতে চাচ্ছি না। অনুসন্ধানটা শেষ হোক, তারপর বুঝা যাবে এটা দলীয়ভাবে হয়েছিল নাকি অন্যভাবে হয়েছিল।
বিএনপির সহসভাপতি আব্দুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়ারের বিরুদ্ধে অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে গত ২৪ এপ্রিল তলবি নোটিশ পাঠায় দুদক। চলতি বছরের প্রথম দিকে এ অনুসন্ধান শুরু করে দুদক।
তাবিথের বিরুদ্ধে আরো একটি অভিযোগের অনুসন্ধান চলছে। গত ২ এপ্রিল বিএনপির শীর্ষ ৮ নেতাসহ ১০ জনের বিভিন্ন ব্যাংক হিসাবে ১২৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। ওই ১০ জন হলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, সহসভাপতি আবদুল আউয়াল মিন্টু, এম মোর্শেদ খান, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, নির্বাহী সদস্য তাবিথ আউয়াল, এম মোর্শেদ খানের ছেলে ফয়সাল মোর্শেদ খান ও ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মাহবুবুর রহমান।
অভিযোগে বলা হয়েছে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে ১২ ফেব্রুয়ারি ১৩ কোটি ৫৫ লাখ টাকা নগদ উত্তোলন করেন তিনি। আর ১৮ ফেব্রুয়ারি তাবিথ আউয়ালের ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ৪ কোটি ৭৫ লাখ টাকা নগদ উত্তোলন করেন। ২২ ফেব্রুয়ারি একই ব্যাংক থেকে উত্তোলন করা হয় ৩ কোটি ৭০ লাখ টাকা। দুটি চেকের মাধ্যমে উত্তোলন করা এই টাকার মধ্যে ৩ কোটি ২৫ লাখ উত্তোলন করা হয় নারায়ণগঞ্জ থেকে।