নিজস্ব প্রতিবেদক : আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বর্তমান সরকার দেশের সব নাগরিকের মানবাধিকার ও মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ এবং অঙ্গীকারাবদ্ধ। এজন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
শনিবার হোটেল সোনারগাঁওয়ে জাতীয় মানবাধিকার কমিশন, বাংলাদেশ আয়োজিত সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, সরকার মানবাধিকার রক্ষায় শক্তিশালী আইন প্রণয়নের পাশাপাশি মানবাধিকারবিষয়ক প্রতিষ্ঠান গড়ে তুলছে এবং দেশের এনজিও ও সামাজিক সংগঠনগুলোকে মানবাধিকার বিষয়ে কাজ করতে উৎসাহিত করছে।
তিনি বলেন, ২০০৯ সালে জননেত্রী শেখ হাসিনা সরকার গঠনের পরপরই স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশন গঠন করেন। তার সরকারের আন্তরিকতায় ও সহযোগিতায় বর্তমানে এ কমিশনের সক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে এবং এ কমিশন অত্যন্ত দক্ষতার সঙ্গে স্বাধীনভাবে মানবাধিকার সুরক্ষায় ও উন্নয়নে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, সংবিধান অনুযায়ী দেশের সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী হলেও দরিদ্র জনগোষ্ঠী আর্থিক অসচ্ছলতা ও অন্যান্য কারণে তাদের এই অধিকার থেকে বঞ্চিত হতেন। তাদের এই অধিকার প্রতিষ্ঠায় জননেত্রী শেখ হাসিনা সরকার আইনগত সহায়তা প্রদান আইন প্রণয়ন করেছে এবং এই আইনের অধীন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা গঠন করা হয়েছ্। বর্তমানে এই সংস্থা বিনা খরচে দরিদ্র ও অসহায় মানুষদের আইনি সহায়তা প্রদান করে তাদের আইনের সমান আশ্রয় লাভের অধিকার প্রতিষ্ঠা করছে।
তিনি আরো বলেন, বর্তমান সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের ফলে আমাদের মানবাধিকার পরিস্থিতির ক্রমান্বয়ে উন্নতি ঘটছে। এক্ষেত্রে বিচার বিভাগেরও অবদান রয়েছে।
মানবাধিকার সুরক্ষায় সরকার কিছু সমস্যা মোকাবেলা করলেও সবার সহযোগিতায় তা অতিক্রম করে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ভারতীয় জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিচারপতি ডি.এল. দত্ত, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার এম আমির-উল ইসলাম, ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জী, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান বিচারপতি আমিরুল কবির চৌধুরী এবং সার্বক্ষণিক সদস্য মো. নজরুল ইসলাম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, বাংলাদেশের ভূখণ্ডে মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে আমরা কাজ করে যাচ্ছি। জনবল সংকটের কারণে অনেক ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়। জনবল চেয়ে সরকারের কাছে আবেদন করেছি; জনবল সংকট কাটিয়ে উঠতে পারলে মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে আরও ভালো কাজ করতে পারব।