
জ্যেষ্ঠ প্রতিবেদক : সরকার প্রধান বিচারপতিকে সরানোর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার জাতীয় প্রেসক্লাবের হলরুমে ‘চলমান অস্থিরতা : কোন পথে বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
দলের প্রাক্তন চেয়ারম্যান ও প্রাক্তন মন্ত্রী শফিকুল গাণি স্বপনের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)।
রুহুল কবির রিজভী বলেন, ‘ক্ষমতা হারানোর ভয়ে প্রধানমন্ত্রী ভারসাম্য হারিয়ে ফেলেছেন। তিনি কখনোই ভাবতে পারছেন না, বিচার বিভাগ, সুপ্রিম কোর্ট স্বাধীন সংস্থা। তিনি মনে করেন, নির্বাচন কমিশন, প্রশাসন, পুলিশ সব হচ্ছে সুধা সদনের একটা বর্ধিত অংশ। এখন সুপ্রিম কোর্টকেও তিনি আওয়ামী লীগের কার্যালয় বানানোর চেষ্টা করছেন।’
তিনি আরো বলেন, ‘কিন্তু প্রধান বিচারপতি তার কথা শুনছেন না। তিনি আইনকে আইনের পথে নেওয়ার জন্য কথা বলছেন এবং দেশে যা ঘটছে, মানুষের বিবেককে যা নাড়া দিয়েছে, সেই বিষয়টি তিনি ষোড়শ সংশোধনী বাতিলের মধ্য দিয়ে তুলে ধরেছেন। এই জন্য প্রধানমন্ত্রী প্রধান বিচারপতির বিরুদ্ধে আজেবাজে কথা বলছেন। তার মাথা খারাপ না হলে এই কথা বলতে পারে না।’
মরহুম শফিকুল গাণি স্বপনের প্রতি শ্রদ্ধা জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘তার মতো মেধাবী রাজনীতিবিদ আজকের সমাজে বড়ই বিরল। তিনি আজীবন দেশ, মাটি, মানুষ ও গণতন্ত্রের জন্য রাজনীতি করেছেন।’
সভাপতির বক্তব্যে ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ‘দেশের প্রধান বিচারপতির একটি রায়কে কেন্দ্র করে আওয়ামী সরকার যেভাবে তার বিরুদ্ধে লেগেছে, তাতে স্পষ্টতই প্রমাণিত হচ্ছে, তারা বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে।’
তিনি আরো বলেন, ‘সংবিধানের ব্যাখ্যাদাতা হিসেবে দেশের সর্বোচ্চ আদালতের সাতজন বিচারপতি ঐকমত্যের ভিত্তিতে যে পর্যালোচনা জাতির সামনে তুলে ধরেছেন, তাতে সরকার ক্ষমতায় থাকার সকল নৈতিক অধিকার হারিয়েছে।’
গোলাম মোস্তফা ভুইয়া মরহুম শফিকুল গাণি স্বপনের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘জাতীয়তাবাদী ও দেশপ্রেমিক রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন তিনি।’
গোলাম মোস্তফা ভুইয়ার সভাপতিত্বে ও ন্যাপের ঢাকা মহানগর কমিটির সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলুর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিশিষ্ট সাংবাদিক ও ছড়াকার আবু সালেহ, সৈয়দ এহসানুল হুদা, বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহম্মদ রহমাতুল্লাহ, এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, ন্যাপের যুগ্ম মহাসচিব স্বপন কুমার সাহা, সম্পাদক মো. কামাল ভুইয়া, রাসেল রায়হান, যুবনেতা আবদুল্লাহ আল কাউছারী, ছাত্রনেতা সোলায়মান সোহেল প্রমুখ।