সরকার বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করে দেশকে বন্দিশালায় পরিণত করছে

জ্যেষ্ঠ প্রতিবেদক : সরকার বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করে দেশকে বন্দিশালায় পরিণত করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের সহদপ্তর সম্পাদক মুনীর হোসেনের জামিন বাতিল করে তাকে কারাগারে প্রেরণের ঘটনায় বিবৃতি দিয়ে এই অভিযোগ করেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, ‘একটি বানোয়াট, ভুয়া ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে হাজিরা দিতে গেলে মুনীর হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে।’

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘দেশ পরিচালনায় সব ক্ষেত্রে ব্যর্থ হয়ে আওয়ামী সরকার ফ্যাসিবাদী আচরণের আশ্রয় নিয়ে দেশকে এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।’

তিনি বলেন, ‘মানুষের ভোটের অধিকারকে তুচ্ছ জ্ঞান এবং গণতান্ত্রিক অধিকারের প্রতি তাদের চিরাচরিত অবজ্ঞার কারণে দেশ এখন বন্দিশালায় পরিণত হয়েছে। মুনীর হোসেনের জামিন বাতিল করে কারাগারে প্রেরণ বর্তমান জনবিচ্ছিন্ন সরকারের ধারাবাহিক অপকর্ম থেকে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।’

‘অপকর্ম ও দুঃশাসনের’ জন্য জনগণের নিকট সরকারকে জবাবদিহি করতে হবে বলে হুঁশিয়ারি দেন বিএনপির মহাসচিব।

বিএনপি মহাসচিব অবিলম্বে মুহম্মদ মুনীর হোসেনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে তার মুক্তির দাবি জানান।