সরকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছে : স্পিকার

জ্যেষ্ঠ প্রতিবেদক: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সরকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছে। দেশে ১২ হাজারের বেশি কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে। কমিউনিটি ক্লিনিক থেকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৩২ প্রকারের ঔষুধ বিনামূল্যে দেয়া হচ্ছে—যা এসডিজির অভীষ্ট লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শনিবার (১৫ সেপ্টেম্বর) হবিগঞ্জের বাহুবলে পুটিজুরী ইউনিয়নের হিলালপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। উল্লেখ্য সংসদ সদস্যদের জন্য এসডিজি সংক্রান্ত একটি কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশ নিতে শুক্রবার (১৪ সেপ্টেম্বর) বাহুবলে পৌঁছান স্পিকার। শিরীন শারমিন বলেন, আগে স্বাস্থ্যসেবা নিতে দূরবর্তী হাসপাতালে যেতে হতো। কমিউনিটি ক্লিনিক স্থাপনের ফলে নারী ও শিশুদের সেবা গ্রহণ সহজ হয়েছে। ফলশ্রুতিতে দেশে স্বাস্থ্য খাতে এসেছে আমূল পরিবর্তন—কমেছে মাতৃ ও শিশু মৃত্যুহার। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে ডিজিটাল করেছেন—যার সুফল প্রত্যন্ত গ্রামের মানুষ উপভোগ করছে। টেলিমেডিসিনের মাধ্যমে জনসাধারণ শহরের ডাক্তারের পরামর্শ নিচ্ছে। এ সময় স্পিকার স্বাস্থ্য সচেতনতা বাড়াতে উপকারভোগীদের সঙ্গে উঠান বৈঠক ও মা সমাবেশ আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি কমিউনিটি ক্লিনিকে কর্মরতদের প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বাড়ানোর পরিকল্পনার কথা উল্লেখ করেন। অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, মো. আবু জাহির, মো. আব্দুল মুনিম চৌধুরী, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপিসহ স্থানীয় নেতৃবৃন্দ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।