
নিজস্ব প্রতিবেদক : বস্তির ঘরগুলো লাগোয়া হওয়ায় এবং সরু গলির কারণে পানি নিতে দেরি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশনস) মেজর শাকিল নেওয়াজ।
সোমবার ভোর ৪টার দিকে রাজধানীর মিরপুর-১২ নম্বরের এমপি ইলিয়াস মোল্লা বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের চার ঘণ্টার চেষ্টায় সকাল পৌনে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
মিরপুর-১২ নম্বরের এমপি ইলিয়াস মোল্লা বস্তিতে প্রায় ২৫ হাজার মানুষের বসবাস। গাদাগাদি করে নির্মাণ করা সাত থেকে আট হাজার ঘর। মুহূর্তের আগুনে এক ঘর হয়ে অন্য ঘরে পৌঁছায়। আগুনের তাণ্ডবলীলা বাড়তে থাকে। চলে প্রায় চার ঘণ্টা।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশনস) মেজর শাকিল নেওয়াজ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা। বস্তির গলি সরু হওয়ায় শুরুর দিকে পানিবাহী গাড়ি প্রবেশে সমস্যা হয়। সব ঘর লাগোয়া হওয়ায় এবং বাতাসের তীব্রতার কারণে দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। অনুসন্ধান শেষে এর প্রকৃত কারণ জানা যাবে।
এদিকে বস্তিবাসীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, প্রবেশপথে বাড়ি তৈরির জন্য আনা ইটের স্তুপ এবং ভ্যানগাড়ি দাঁড় করিয়ে রাখায় ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশে দেরি হয়েছে।
বস্তির বাসিন্দা সুমনা আক্তার জানান, প্রথমে আগুন কম ছিল। কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি প্রথমে বস্তিতে ঢুকতে পারেনি। বস্তির প্রবেশমুখে ইট রাখা ছিল। সময়মতো ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে না পারায় তাদের ঘর পুড়ে গেছে।
আহাজারি করে তিনি বলেন, ‘আমার তিনডা ঘর, কত জিনিসপত্র। কিছুই রক্ষা করতে পারলাম না। ছেলে মেয়ে নিয়া কোনোমতে এক কাপড়ে বাইর হইয়া আইছি।’
সত্তোরর্ধ আমেনা বেগম বলেন, ‘ঘুমের মধ্যে আছিলাম। আগুন আগুন চিল্লানি হুইনা ৪টা নাতি লইয়া কোনোমতে জানডা লইয়া বাইর হইছি। মুহূর্তের মইধ্যে সব শেষ হইয়া গেল।’
জানা গেছে, ভোর ৪টার দিকে বস্তির উত্তর পাশে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ঘরগুলো লাগোয়া হওয়ায় এবং বাতাসের তীব্রতা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে বস্তির বেশিরভাগ ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের তৎপরতায় বস্তির পূর্ব পাশের কিছু ঘর আগুন থেকে রক্ষা পায়।
প্রায় ৭০ বিঘা জমির ওপর ৭ থেকে ৮ হাজার টিন এবং কাঠের তৈরি ঘর ছিল বস্তিতে। আগুনে বেশিরভাগ ঘরই পুড়ে গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত একজন নারী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
বস্তিতে প্রায় ২৫ হাজারের মতো লোক বসবাস করত। যার অধিকাংশ পোশাক শ্রমিক। বস্তির বাসিন্দারা জানায়, আগুন লাগার পর তারা নিজেরা নিরাপদ জায়গায় আশ্রয় নিতে পারলেও ঘরের মালামাল উদ্ধার করতে পারেনি।