সরে আসার ইঙ্গিত দিয়েছে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : বাজেট পাস নিয়ে জটিলতা এড়াতে প্রতিবেশী মেক্সিকোর সীমান্তে দেয়াল নির্মাণের পরিকল্পনা থেকে সাময়িকভাবে সরে আসার ইঙ্গিত দিয়েছে ট্রাম্প প্রশাসন। বুধবার ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা কেলিয়েন কনওয়ের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

কেলিয়েন কনওয়ে জানিয়েছেন, দেয়াল নির্মাণের জন্য অর্থায়নের ব্যাপারটি আগামী বাজেটের বাইরে রাখা হবে এবং শুক্রবারেই দেশটির পরবর্তী বাজেট পাশ করতে হবে।

মেক্সিকোর অর্থেই দেয়াল নির্মানের ঘোষণা ছিল ট্রাম্পের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি । পরে ট্রাম্প সে অবস্থান থেকে সরে এসে বাজেটে দেড় বিলিয়ন ডলার বরাদ্দের প্রস্তাব করেছিলেন। ডেমোক্রেটরা অবশ্য আগেই সতর্ক করে দিয়েছিল, বাজেটে দেয়াল নির্মাণের জন্য কোনো বরাদ্দ রাখা হলে তারা তা আটকে দেবেন।

প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য টুইটার বার্তায় এরপরও প্রাচীর নির্মাণ হবে বলে জানিয়েছেন।সোমবার রাতে রক্ষণশীল গণমাধ্যমগুলোর সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেছেন, চলতি বছরের শেষের দিকে দেয়াল নির্মাণের জন্য তহবিল খোলা হতে পারে।