
নিজস্ব প্রতিবেদক : নবম সংসদের সদস্যদের নিয়ে সর্বদলীয় নির্বাচনকালীন সরকার গঠনের দাবি জানিয়েছে বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে র্নিবাচন ভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইসির সঙ্গে রাজনৈতিক দলের বৈঠকে তিনি এই দাবি জানান।
তিনি মনে করেন বর্তমান (দশম) সংসদের সদস্যরা বেশিরভাগই বিনা ভোটে নির্বাচিত। তাই এটিকে গ্রহণযোগ্য নির্বাচন বলা যায় না। নবম জাতীয় সংসদের সদস্যদের নিয়ে সর্বদলীয় নির্বাচনকালীন সরকার গঠন করা দরকার।
বর্তমান সংসদের সদস্যদের নিয়ে নির্বাচনকালীন সরকার গঠন করতে এইচ এম এরশাদের প্রস্তাবের বিষয়ে জানতে চাইলে বি চৌধুরী বলেন, ‘আমরা এ ব্যপারে ইসিকে প্রস্তাব দেইনি। এটি তাদের এখতিয়ারে নেই। এটা সরকার করতে পারে। তবে নবম সংসদের প্রতিনিধি নিয়ে করা যেতে পারে। কারণ, সে নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য ছিল।’
তিনি বলেন, ‘চলতি সরকারের কোনও বৈধতা আছে কি না এটা ফান্ডামেন্টাল প্রশ্ন। যেহেতু অনেক জায়গায় নির্বাচন হয়নি। এর আগের যে সরকার ছিল সেটি গ্রহণযোগ্য। গতবারের নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তাব দিয়েছিলেন খালেদা জিয়াকে। টেলিফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, আপনি হোম মিনিস্ট্রি নেন, জনপ্রশাসন নেন। আরও একটি মন্ত্রণালয়ের কথা বলেছিলেন। সেই পার্লামেন্টের সদস্যদের নিয়ে, নবম সংসদের সদস্যদের নিয়ে সর্বদলীয় সরকার গঠন করা যেতে পারে।’
যে তিনটি মন্ত্রণালয়ের কথা বলেছিলেন, সেগুলো যদি নবম সংসদের প্রধান বিরোধীদলকে দেওয়া হয় তাহলে নবম সংসদের প্রতিনিধিদের নিয়ে যে সরকার গঠন করা হবে সেটি প্রতিনিধিত্বমূলক সরকার হবে। সেই সরকার, সর্বদলীয় সরকার নির্বাচনকালীন দায়িত্ব পালন করতে পারবে।’
ইসির প্রতি আস্থা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘জনগণের আস্থা অর্জনের মনোভাব বর্তমান কমিশনের রয়েছে। তারা যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা আমাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে।’