সর্বাধিক ব্যবহৃত ১০ অ্যাপ

প্রযুক্তির উৎকর্ষের এই সময়ে এসে স্মার্টফোনের ব্যবহার বেড়ে গেছে বহুগুণে। দিন দিন মানুষের কাছে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই ডিভাইস। স্মার্টফোনের এই জনপ্রিয়তার পেছনে প্রধানতম কারণ বিভিন্ন ধরনের অ্যাপসের ব্যবহার। প্রতিদিন অ্যাপস স্টোর থেকে লাখ লাখ অ্যাপ ডাউনলোড করছেন ব্যবহারকারীরা।

দেখা গেছে, একেক সময় একেকটি অ্যাপ জনপ্রিয়তার শীর্ষে আসে আবার কিছুদিন পরে সেটা হারিয়েও যায়। আবার দীর্ঘদিন ধরে বহুল ব্যবহৃত হয়ে আসছে এমন কিছু অ্যাপসও রয়েছে। যেসব অ্যাপস মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় এনেছে দৃশ্যমান পরিবর্তন ক্রমান্বয়ে সেগুলোর ব্যবহার বেড়েছে।

অ্যান্ড্রয়েড ভার্সনের এমন কিছু অ্যাপস রয়েছে যেগুলো ব্যবহারকারীদের আরও বেশি স্মার্ট করে তুলবে। সহজ করে দেবে অনেক কঠিন কাজও। এমন ১০টি অ্যান্ড্রয়েডের অ্যাপসের নাম জানব আজ।

সর্বাধিক ব্যবহৃত অ্যাপসগুলো:-

১। গুগল অ্যাপস।
২। নোটিফিকেশন হিস্ট্রি লগ।
৩। ট্যাপ ট্যাপ।
৪। গুগল ম্যাপ অফলাইন।
৫। টাইল শর্টকাট।
৬। গুগল লেন্স।
৭। মাইক্রোসফট ম্যাথ সলভার।
৮। ফাইন্ড এ সং।
৯। স্ক্রিন পাইনিং।
১০। স্পিস টু টেক্সট।