সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে খুলনায়

নিজস্ব প্রতিবেদক : শনিবার সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলায়। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৮ ডিগ্রি. সে. এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭.০ ডিগ্রি. সে.।

শনিবার দুপুর সাড়ে ১২টায় আবহাওয়া অধিদপ্তরের ওয়েব সাইট থেকে জানা গেছে, রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৯ ডিগ্রি সে. এবং সর্বনিম্ন ২৫.৩ ডিগ্রি সে.। খুলনায় সর্বোচ্চ ৩৬.৭ ডিগ্রি সে. এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি সে.।

ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৬ ডিগ্রি সে. এবং সর্বনিম্ন ২৮.২ ডিগ্রি সে.। বরিশালে সর্বোচ্চ ৩৪.২ ডিগ্রি সে. এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি সে.। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.০ ডিগ্রি সে. এবং সর্বনিম্ন ২৩.৩ ডিগ্রি সে.।

চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৬ ডিগ্রি সে. এবং সর্বনিম্ন ২৮.০ ডিগ্রি সে.। সিলেট সর্বোচ্চ ৩৩.১ ডিগ্রি সে. এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৮ ডিগ্রি সে.। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৪ ডিগ্রি সে. এবং সর্বনিম্ন ২৪.৪ ডিগ্রি সে.।

শনিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা বিভাগসহ রাজশাহী, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, চাঁদপুর, মাঈজদীকোর্ট, বরিশাল ও পটুয়াখালী অঞ্চল সমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।