আন্তর্জাতিক ডেস্ক : সলোমন দ্বীপপুঞ্জে শুক্রবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৮। তবে ভূমিকম্পে তাৎক্ষনিকভাবে কোনো হতাহতের হওয়ার খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলেছে, শুক্রবার স্থানীয় সময় ভোর ৪টা ৩৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৪০ কিলোমিটার। ভূমিকম্পের পর ওই এলাকায় সুনামির সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়।
সলোমন দ্বীপপুঞ্জের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের পরিচালক লতি ইয়াতিস জানিয়েছেন, মালাতিয়া এলাকায় কয়েকটি ভবন ধ্বসের খবর পাওয়া গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তিনি বলেন, ‘অনেক বাড়িই এখানকার প্রচলিত উপাদান দিয়ে তৈরি। তাই দক্ষিণ মালাতিয়ায় কয়েকটি বাড়ি ধ্বসে পড়ার খবর পাওয়া গেছে। অন্য এলাকার কোনো খবর পাওয়া যায়নি।’
এই কর্মকর্তা জানান, বেশ কয়েকটি গ্রাম খালি করে ফেলা হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মালাতিয়ার ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণে হেলিকপ্টার পাঠানো হয়েছে। এই মালাতিয়াতেই সলোমন দ্বীপপুঞ্জের এক চতুর্থাংশ লোক বাস করে।