গাজীপুর : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, আমাদের সশস্ত্র বাহিনী মুক্তিযুদ্ধের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে জন্ম নিয়েছে। সশস্ত্র বাহিনী আমাদের জনগণের একটি অবিচ্ছেদ্য অংশ।
তিনি বলেন, বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের মতো জাতীয় দুর্যোগে সবসময় সশস্ত্র বাহিনী সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদের কৃতিত্বপূর্ণ ভূমিকা দেশ-বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।
বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসস্থ ষষ্ঠ অর্ডন্যান্স কোর পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, সামরিক জীবনে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রশিক্ষণ সকলকে শৃঙ্খলাবদ্ধ রাখে, পেশাহত জ্ঞান বৃদ্ধিতে সহয়তা করে, দক্ষতা বাড়ায় এবং সর্বোপরি আনুগত্য বাড়ায়। তাই আমাদেরকে নিয়মিত প্রশিক্ষণ চালিয়ে যেতে হবে। আমি জেনে খুশি হয়েছি যে, অর্ডন্যান্স সেন্টার অ্যান্ড স্কুল বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে অর্ডন্যান্স কোরের জন্য চৌকস সেনা সদস্য প্রস্তুত করে চলেছে। এক জন অসামরিক যুবককে কঠোর প্রশিক্ষণের মাধ্যমে সৈনিক হিসেবে গড়ে তোলার জন্য এই প্রশিক্ষণ কেন্দ্রের অবদান প্রশংসনীয়।
দুপুর ১২টার দিকে রাষ্ট্রপতি সেনানিবাসের শহীদ মেজর হাসিব প্যারেড স্কয়ারে এসে পৌঁছলে সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক তাকে স্বাগত জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক (অব.), নৌবাহিনীর প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ, সংসদ সদস্য অ্যাডভোকেট রহমত আলী, জাহিদ আহসান রাসেল, সিমিন হোসেন রিমি, ঢাকা রেঞ্জের ডিআইজি এসএম মাহফুজুল হক নুরুজ্জামান, গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম, পুলিশ সুপার মুহাম্মদ হারুন অর রশীদ, জেলা পরিষদের প্রশাসক আখতারউজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ প্রমুখ।
রাষ্ট্রপতি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে অর্ডন্যান্স কোরের সদস্যরা বিভিন্ন যুদ্ধ বিধ্বস্ত দেশে গুরুত্বপূর্ণ অবদান রেখে দেশ ও জাতির জন্য সম্মান বয়ে এনেছে। বাংলাদেশ সমরাস্ত্র কারখানা ও বাংলাদেশ মেশিন টুলস্ ফ্যাক্টরির উৎপাদন ক্ষমতা বৃদ্ধিতেও অর্ডন্যান্স কোরের সদস্যদের রয়েছে উল্লেখ্যযোগ্য অবদান।
তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীতে অর্ডন্যান্স কোরের অনন্যসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালে অর্ডন্যান্স সেন্টার অ্যান্ড স্কুলকে জাতীয় পতাকা প্রদান করেন। দেশ ও জাতির সার্বিক উন্নয়নে এবং সশস্ত্র বাহিনীর আধুনিকায়ণে জাতির পিতা প্রণীত প্রতিরক্ষানীতির বাস্তবায়নে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন।
রাষ্ট্রপতি বলেন, অর্ডন্যান্স কোরের সামগ্রিক সাংগঠনিক ও অবকাঠামোগত উন্নয়ন সেনাবাহিনীর অগ্রযাত্রাকে করেছে আরো শাণিত। দুটি নতুন ডিভিশন অর্ডন্যান্স কোম্পানি গঠনের পাশাপাশি নতুন অর্ডন্যান্স ডিপো এবং স্বতন্ত্র গোলাবারুদ পাল্টুন প্রতিষ্ঠার প্রক্রিয়া, সিএডিতে আধুনিক ও যুগোপযোগী অ্যামিউনিশন ল্যাবরেটরি স্থাপন, জনবল বৃদ্ধির উদ্যোগ, বৈদেশিক মিশন ও প্রশিক্ষণের সুযোগদান এবং সর্বোপরি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সমর সম্ভারে সমৃদ্ধি অর্ডন্যান্স কোরের কর্মকাণ্ডকে করেছে আরো গতিময়।
পরে রাষ্ট্রপতি অর্ডন্যান্স কোরের পুনর্মিলনী অনুষ্ঠানে কেক কাটেন এবং প্রীতিভোজে অংশগ্রহণ করেন।