সশস্ত্র বাহিনী দিবসে উন্মুক্ত হচ্ছে নৌবাহিনীর জাহাজ

নিজস্ব প্রতিবেদক : সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী ২১ নভেম্বর দেশের সাতটি অঞ্চলে নৌবাহিনীর জাহাজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

ওই দিন দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নৌবাহিনীর জাহাজ দেখা যাবে।

বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস-২০১৬ উদযাপন করা হবে। এ উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, খুলনা, মোংলা, বরিশাল ও চাঁদপুরে নৌবাহিনীর জাহাজসমূহ কয়েকটি স্থানে সর্বসাধারণের জন্য দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উন্মুক্ত রাখা হবে।

ঢাকা অঞ্চলে সদরঘাট, নারায়ণগঞ্জ অঞ্চলে মাতলা ঘাটে বিআইডব্লিউটিএ জেটি, চট্টগ্রাম অঞ্চলে নিউমুরিংয়ের নেভাল জেটি, খুলনা অঞ্চলে রকেট ঘাট, মোংলা অঞ্চলে দিগরাজ নেভাল বার্থ, বরিশাল অঞ্চলে বিআইডব্লিউটিএ জেটি, চাঁদপুর অঞ্চলে বিআইডব্লিউটিএ ঘাটে গিয়ে দর্শনার্থীরা জাহাজ দেখতে পারবেন।