নিজস্ব প্রতীবেদক : দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদের একটি কথাকে কেন্দ্র করে বাপক আলোচনা হচ্ছে। জেলা প্রশাসক সম্মেলনের পঞ্চম ও শেষ দিন গত বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ সম্পর্কিত অধিবেশনে তিনি বলেছেন, “সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সরল বিশ্বাসে কৃতকর্ম কোনো অপরাধ নয়। তবে তিনি এও বলেছেন, সেটি প্রমাণ করতে হবে যে সরল বিশ্বাসে আপনি এ কাজটি করেছেন।”
একবার আমরা শুনেছিলাম সহনীয় মাত্রার ঘুষের কথা। সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষা মন্ত্রণালয়ের কর্তাদের বলেছিলেন “ঘুষ খান, তবে সহনীয় মাত্রায় খান।”এবার সরল দুর্নীতির কথা জানা গেল। পাবলিক সার্ভিস অ্যাক্টে প্রসঙ্গ টেনে এনে তিনি বলেছেন সরল বিশ্বাসে সরকারি কর্মকর্তা-কর্মচারী যদি কিছু করে তাহলে সেটা বড় কোন দুর্নীতি হলেও তা কোনো অপরাধ নয়।
কোন দুর্নীতিই আসলে সরল বিশ্বাসে হয় না। একদিকে কাজে ফাঁকি, আরেকদিকে দুর্নীতি এই হল সামগ্রিক কর্ম সংস্কৃতি। সেখানে কিভাবে দুর্নীতি সত্যি প্রতিরোধ করা যাবে তা এক জটিল প্রশ্ন।
এই সরল বিশ্বাস প্রমাণ করাটা কঠিন। তবে ভাবনার বিষয় এই যে, এর মাধ্যমে মাঠ পর্যায়ের প্রশাসনের কাছে এই বার্তা গেল কিনা– ‘দুর্নীতি করলেও কিছু হবে না, কারণ সেটা সরল বিশ্বাসে হয়েছে।’ এমনিতেই আমাদের প্রশাসনিক স্তরে অতি উচ্চ মাত্রার দুর্নীতির সংস্কৃতি বিরাজমান। তার ভেতর এমন কোন সংকেতকে দুর্নীতিবাজ কর্মকর্তাদের জন্য কোন আসকারা কিনা সেটা তিনিই ভাল বুঝবেন।
দুর্নীতির একটা দীর্ঘ তালিকা এসেছিল জাতিসংঘ থেকে ২০০৮ সালে। ইউ এন ডি পি দুর্নীতি বিষয়ক একটি প্রাইমায় দুর্নীতির তালিকা দিতে গিয়ে বলেছিল ‘ঘুষ’ মানে কাউকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার জন্য তাকে টাকা, সেবা বা অন্য কোনও সুবিধা পাইয়ে দেওয়া।
‘জালিয়াতি’ মানে কোনও অন্যায্য সুবিধা পাওয়ার জন্য ভ্রান্ত বা মিথ্যা তথ্য পেশ করা। ‘মানি লন্ডারিং’ মানে কালো টাকা সাদা করা— অন্যায় পথে অর্জিত অর্থকে এক খাত থেকে অন্য খাতে পাঠিয়ে তাকে আইনি করে তোলা। ‘এক্সটর্শন’ মানে চাঁদাবাজি— ভয় দেখিয়ে বা জুলুম করে অন্যায্য ভাবে টাকা, সম্পত্তি বা কোনও গোপন তথ্য আদায় করা। ‘কিকব্যাক’ হল বখরা, অন্যায় ভাবে কিছু টাকা পাইয়ে দেওয়ার জন্য সেই টাকার একটা হিস্যা পাওয়া। ‘প্রভাব খাটানো’ মানে নিজের অবস্থানগত প্রতিপত্তির সুযোগ নিয়ে কাউকে কোনও অন্যায় সুবিধা পাইয়ে দেওয়া।
‘ক্রোনিজম’ বলতে বোঝায় নিজের বন্ধুবান্ধবদের, তাদের যোগ্যতার কথা বিবেচনা না করেই বিভিন্ন সম্পদ বা কাজ বণ্টনের সময় বাড়তি সুবিধা করে দেওয়া। ‘নেপোটিজম’-ও অন্যায্য সুবিধা পাইয়ে দেওয়া, কিন্তু পরিবারের লোককে। ‘প্যাট্রোনেজ’ বা পৃষ্ঠপোষকতা হল কোনও ধনী বা প্রভাবশালী মানুষের ছত্রচ্ছায়ায় থাকতে পারা। কোনও দায়িত্ব পালনের সময় কোনও গোপন তথ্য জানতে পেরে পরে সেই তথ্যকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করার কাজটিকে বলে ‘ইনসাইডার ট্রেডিং’।।


