রাবি প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের বসতি থেকে উচ্ছেদ, বাড়ি-ঘরে অগ্নিসংযোগ ও হত্যার বিচার দাবি করেছে আদিবাসী স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব রাজশাহী ইউনিভার্সিটি (আসারু)।
সোমবার বেলা ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের সামনে আয়োজিত মানববন্ধনে এই দাবি করা হয়।
এ সময় সজীব কিস্কু নামে বিশ্ববিদ্যালয়েয় এক আদিবাসী শিক্ষার্থী বলেন, আদিবাসীদের ওপর একের পর এক হামলা, লুটপাট, উচ্ছেদ, অগ্নিসংযোগ করা হচ্ছে। এরপরও রাষ্ট্র চুপ কেনো। কেনো এর সুষ্ঠু বিচার হয় না? কেনো আমাদের ওপর নির্যাতনের কথা গণমাধ্যমে প্রকাশ করা হয় না? আমরা রাষ্ট্রের আর এমন নিশ্চুপ রূপ দেখতে চাই না। সাঁওতালদের ওপর হামলার প্রতিবাদ জানাচ্ছি ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করছি।
আদিবাসী শিক্ষার্থী সৌরভ মুর্মুর সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য দেন আসারুর অর্থ সম্পাদক সুমন হেমরম, উপদেষ্টা লক্ষ্মীরাম মুর্মু, রাজশাহী শাখা সান্তাল স্টুডেন্টস ইউনিয়নের (সাসু) সভাপতি সুবাস মুর্মু, রাবি শাখা কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি আব্দুল মজিদ অন্তর, গণযোগাযোগও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাজমুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উইলসন সরেন প্রমুখ।
এর আগে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি র্যা লি বের করে আদিবাসী শিক্ষার্থীরা। র্যা লিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে মানববন্ধনে মিলিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।