গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারে হামলার শিকার সাঁওতালদের প্রধান বিচারপতির পক্ষ থেকে অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
শনিবার দুপুরে মাদারপুর গির্জা চত্বরে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম এ অর্থ সহায়তা প্রদান করেন।
ক্ষতিগ্রস্ত ১৭৮ জনের প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা ও নিহত শ্যামল হেমরম (৩৫) ও মঙ্গল মার্ডীর (৫০) পরিবারকে ১ লাখ করে টাকা অনুদান প্রদান করেন তিনি। এ ছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার জাহিদ হোসেন, গাইবান্ধা জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ও সহকারী পুলিশ সুপার রেজানুর রহমান।


