সাংবাদিককে গালিগালাজ ও হুমকি দিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বেংরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ জুয়েল শিকদারের বিরুদ্ধে একজন সাংবাদিককে ফেসবুক পোস্টে অকথ্য ভাষায় গালিগালাজ ও ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগকারী দৈনিক মানবকণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার স্বপন রানা জানান, শিক্ষকদের ক্লাসে ফেরার প্রজ্ঞাপন নিয়ে গত ৬ ডিসেম্বর তিনি নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন। সেই পোস্টকে কেন্দ্র করে অভিযুক্ত শিক্ষক জুয়েল শিকদার তার বাসার নম্বরে ফোন করে গালিগালাজ করতে থাকেন। কিছুক্ষণ পর তিনি মেসেঞ্জারে কল দিয়ে পোস্টটি ডিলিট করার জন্য চাপ দেন এবং বিভিন্ন ধরনের হুমকিও প্রদান করেন।

উপজেলা সূত্র জানায়, অভিযুক্ত জুয়েল শিকদারের বিরুদ্ধে এর আগেও নানা অনিয়মের অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, তিনি রাজনৈতিক বিশেষ সুবিধা নিয়ে স্ত্রীসহ নিকটবর্তী বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। যোগদানের পর থেকেই স্বামী-স্ত্রী দু’জন মিলে যে বিদ্যালয়ে পড়ান, সেখানে নানা অনিয়ম ও প্রভাব বিস্তারের ঘটনা ঘটছে। উপজেলা তথ্য অনুযায়ী, বিশেষ সুবিধার মাধ্যমে তার স্ত্রীকেও বাড়ির কাছাকাছি একটি বিদ্যালয়ে পাঠদান করতে দেওয়া হয়েছে।

ঘটনার বিষয়ে সাংবাদিক স্বপন রানা বলেন,
“শিক্ষকদের ক্লাসরুমে ফেরার বিষয়ে আমি একটি পোস্ট করি। এরপর মোহাম্মদ জুয়েল শিকদার আমাকে ফোন করে বাড়িতে বসে গালিগালাজ করেন। কিছুক্ষণ পরে মেসেঞ্জারে কল দিয়ে পোস্ট ডিলিট করার হুমকি দেন। এখন আমি নিজেকে নিরাপদ মনে করছি না। তাই থানায় একটি সাধারণ ডায়েরি করেছি, আগামীকাল মামলা করব।”

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা–সমালোচনা তৈরি হয়েছে। শিক্ষা সংশ্লিষ্টদের মতে, একজন শিক্ষকের এমন আচরণ শুধু শৃঙ্খলাভঙ্গই নয়; শিক্ষকের মর্যাদা ও সামাজিক দায়িত্ববোধকেও প্রশ্নবিদ্ধ করে।