সাংবাদিককে মেরে পনেরোশো টাকা দিতে চাইলেন কনেস্টেবল সাখাওয়াত

ক্রাইম রিপোটারঃ  রাজধানীর দক্ষিণখান এলাকার কোটবাড়ী রেললাইন চেকপোস্টে গত ১১/০৭/১৭ইং তারিখে রাত ১০টায় সময় সাংবাদিক রেজাউর রহমান চৌধুরী কে মারধর করে দক্ষিণখান থানার কনেস্টেবল সাখাওয়াত ও তার সাথে থাকা কনেস্টেবল আমিনুল । গত ১২/০৭/১৭ইং তারিখে সাংবাদিকের অফিসে এসে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন ক্রাইম পেট্রোল বিডি’র বার্তা সম্পাদক রেজাউর রহমান চৌধুরীর সাথে কথা বলতে চান; সাংবাদিক রেজাউর রহমান চৌধুরী তার সাথে কথা বললে তিনি জানান;সবাই ভুল ত্রুটি করে থাকে ভাই সাখাওয়াত ভাইয়ের ভুল হইছে; শুনেছি আপনি টঙ্গী মেডিক্যালে ছিলেন তাই সাখাওয়াত ভাই আপনার জন্য চিকিৎসা খরচ বাবদ পনেরো শত টাকা পাঠিয়েছেন; চৌধুরী ভাই দয়া করে টাকা রাখেন; দুই এক দিন উনারা এসে আপনাকে দেখে যাবেন; চৌধুরী বলেন আমার টাকার দরকার নাই; আমার বাবা আমার চিকিৎসা করিয়েছেন; এসকল বিষয়ে আমরা ঢাকা উত্তর সিটি রিপোর্টাস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিহিত করেছি; তারা আমাকে আশ্বাস দিয়েছেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন ।