
নিজস্ব প্রতিবেদকঃ সংবাদ প্রকাশের জেরে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ক্রাইম পেট্রোল বিডির সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আলতাবুর রহমান চৌধুরীকে আজ বেলা ১টা ৫৭ মিনিটে ফোন দিয়ে হুমকি দেওয়া হয়। এই ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছেন অনলাইন প্রেস ইউনিটির নব-নির্বাচিত চেয়ারম্যান এরশাদুল হক দুলাল।
তিনি বলেন; আর্দশ নিয়ে সাংবাদিকতা করি আমরা কোন সন্ত্রাসীদের চাঁদাবাজদের হুমকিতে এই কলম থেমে থাকবে না। যারা অপকর্ম করে বেড়াচ্ছেন তাদের ছাড় দিবেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্রাইম পেট্রোল বিডির সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আলতাবুর রহমান চৌধুরীরসহ কোন সাংবাদিকের কিছু হলে ছাড় দেওয়া হবে না।
আমরা অনলাইন প্রেস ইউনিটি এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি আর দোষীদের শাস্তি দাবি করছি।