সাংবাদিকদের বেতন কাঠামো বাস্তবায়নে গুরুত্বারোপ : স্পিকার

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিকদের বেতন কাঠামো বাস্তবায়নে গুরুত্বারোপ করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

তিনি বলেন, নবম ওয়েজ বোর্ড ঘোষণায় কেন তথ্যমন্ত্রী হাসানুল ইনু সময়ক্ষেপণ করছেন তা আমি বুঝতে পারছি না। এটি বাস্তবায়নে আমি তার সঙ্গে ব্যক্তিগতভাবে আলাপ করব। আশা করছি, এটি দ্রুত বাস্তবায়ন হবে এবং সাংবাদিকরা সর্বোচ্চ সুবিধা পাবে।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরামের এজিএম অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীসহ জ্যেষ্ঠ সাংবাদিকরা।

নারী সাংবাদিকদের মানোন্নয়ন ও পেশাগত দায়িত্ব পালনে সুবিধা বৃদ্ধির ব্যাপারে সরকার ইতিবাচক বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার।

তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিলে আইনমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করে স্পিকার বলেন, সাংবাদিকদের পেশাগত স্বাধীনতার জন্য এ আইন বাতিল করা দরকার বলে সরকার মনে করে। আশা করি, এ বিষয়ে মন্ত্রণালয় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে।

মানবসম্পদ উন্নয়নে অন্যান্য উন্নয়নশীল দেশের চেয়ে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে, দাবি শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা মানবসম্পদ উন্নয়নে অনেক দূর এগিয়ে গেছি। যা উন্নয়নশীল অনেক দেশ করতে পারেনি। আশা করছি, দক্ষ মানবশক্তি কাজে লাগিয়ে আমরা ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করতে পারব।