মোঃ ফারুক; ক্রাইম রিপোর্টারঃ রাজধানীর দক্ষিনখানে ফায়দাবাদ চৌরাস্তায় ক্রাইম পেট্রোল বিডির সাংবাদিক মো: শাকিল হোসেন ভূইয়া পেশাগত দায়িত্ব পালনের সময় সন্ত্রাসীরা তার সাথে থাকা ক্যামেরা ভাংচুর করে ও ছিনিয়ে নিয়ে যায়। সন্ত্রাসীরা শাকিলকে এলো পাথালি মার ধোর করে। শাকিল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
সূত্রে জানা যায় শাকিল ভূইয়া ৫.৩০ ঘটিকার সময় তথ্য সংগ্রহ করতে গেলে কয়েকজন দূরভিক্তকারী মো:সুজন, ফারুক, সুমন সহ অজ্ঞাত ১০/১২ জন সন্ত্রাসী শাকিল ভূইয়া কে মার ধোর করে। অবস্থা বেগতিক দেখলে এলাকা বাসী থানায় ফোন করে। তাৎখনিক দক্ষিনখান থানার এ এস আই সায়েম তার টিম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং শাকিল ভূইয়াকে উদ্ধার করে। দক্ষিনখান থানার ভার প্রাপ্ত কর্মকর্তা তপন চন্দ্র সাহা ক্রাইম পেট্রোল বিডিকে জানায় সাংবাদিকদের গায়ে হাত দেওয়া চরম অপরাধ। শাকিল ভূইয়াকে ওসি তপন চন্দ্র সাহা বলেন তুমি থানায় একটি সাধারন ডায়েরী করো। আমি ব্যবস্থা নিচ্ছি। এই সূত্রে দক্ষিনখান থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে যাহার নং ১০৭৪ তারিখ ১৮- ০৯-২০১৮ ইং। আমরা ক্রাইম পেট্রোল বিডির পরিবার মনেকরি বাংলাদেশ পুলিশ সত্যিই প্রশংসার দাবি ধার।


