সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণের দায়ে ব্রাজিল প্রেসিডেন্টকে অর্থদণ্ড

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিল প্রেসিডেন্ট জইর বলসোনারোকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির আদালত। এক সাংবাদিককের সাথে অসৌজন্যমূলক আচরণের দায়ে তাকে এই অর্থদণ্ড দেয় আদালত। খবর নিশ্চিত করেছে বিবিসি।

গত বছর ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলেছিলেন যে, প্যাট্রিসিয়া ক্যামপস মেল্লো নামে ওই সাংবাদিক বলসোনারো সম্পর্কে নেতিবাচক তথ্য পাওয়ার জন্য এক সূত্রকে যৌনকাজের প্রস্তাব দেন।

আদালত তার রায়ে বলেন, প্রেসিডেন্ট বলসোনারো এই মন্তব্যের মাধ্যমে ওই সাংবাদিকের সম্মানহানী করেছেন।

এর ক্ষতিপূরণ হিসেবে প্রেসিডেন্টকে ৩ হাজার ৫শ ডলার দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

ক্যামপস মেল্লো ব্রাজিলের দৈনিক ফোলহা ডি এস.পাওলো পত্রিকার একজন পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক। টুইটারে এক প্রতিক্রিয়ায় ক্যামপস মেল্লো বলেন, আদালতের এই সিদ্ধান্ত ‘আমাদের সকল নারীর জন্য একটি বিজয়।’

হয়রানির বিরুদ্ধে সাংবাদিক নামক সাংবাদিকদের একটি সংগঠনের পক্ষ থেকে বলা হয়, এই রায় ‘ব্রাজিলের নারী প্রতিবেদক ও পেশাদার সাংবাদিকতার জন্য একটি উল্লেখযোগ্য দিন’।

ব্রাজিলের ডানপন্থী প্রেসিডেন্ট বলসোনারো ২০১৯ এর জানুয়ারিতে ক্ষমতাগ্রহণ করেন। তার প্রশাসনের বিরুদ্ধে সমালোচনাকারী সাংবাদিকদের সঙ্গে বৈরি আচরণের ইতিহাস রয়েছে বলসোনারোর।

গত বছরের ফেব্রুয়ারিতে বলসোনারোর ওই মন্তব্যের পর সাংবাদিক ক্যামপস মেল্লো আইনি পদক্ষেপ নেন।

বলসোনারো তার মন্তব্যে বলেছিলেন, ‘আমার বিরুদ্ধে যে কোনো মূল্যে কোনো খবর যোগাড় করতে চেয়েছিলেন ওই সাংবাদিক’।

ক্যামপস মেল্লো ধারাবাহিকভাবে কয়েকটি অনুসন্ধানী প্রতিবেদন লিখেছিলেন যেখানে বলা হয়, ২০১৮ সালের নির্বাচনে বিপক্ষ দলগুলোকে কলঙ্কিত করতে একটি গোষ্ঠী বলসোনারোর প্রচারণার জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করেছিল।

গত জানুয়ারিতেও ক্যামপস মেল্লো বলসোনারোর ছেলের বিরুদ্ধে প্রায় একই রকম একটি মামলায় জিতেছিলেন। বলসোনারোর ছেলে এদুয়ার্দো ব্রাজিলের সংসদে কংগ্রেসের নিম্নকক্ষের একজন সদস্য।

গত বছরের মে মাসে একটি ইউটিউব ভিডিওতে এদুয়ার্দো বলেন, তার বাবার মানহানি করতে ওই সাংবাদিক একজন সূত্রকে যৌনকাজে প্রলুব্ধ করতে চেয়েছিলেন।

আদালত ওই মামলায় রায়ে ক্যামপস মেল্লোকে ক্ষতিপূরণ দেয়ার জন্য এদুয়ার্দোকে নির্দেশ দিয়েছিলেন।