সাংবাদিক আকতার হোসেনের বাবা ইন্তেকাল করেছেন

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির বার্তা সম্পাদক মুহম্মদ আকতার হোসেনের বাবা হাজী ফজর আলী ইন্তেকাল করেছেন।

শনিবার বিকেল সাড়ে ৩টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কাফরুল থানার ইব্রাহিমপুর (মোল্লাবাড়ি) নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

আগামীকাল রোববার বাদ জোহর রাজধানীর কাফরুলে নিজ বাড়ির পাশের মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আরটিভির ডেপুটি চিফ নিউজ এডিটর রাজীব খান। একই সঙ্গে রাজীব খান শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এদিকে, আকতার হোসেনের বাবার ‍মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পদক সোহেল হায়দার চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক মুরসালীন নোমানী, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ক্র্যাব) সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক সারোয়ার আলম, ডিআরইউর সাংগঠনিক সম্পাদক জিলানী মিলটন।