
নিজস্ব প্রতিবেদক : একুশে পদকপ্রাপ্ত প্রবীন ফটোসাংবাদিক আফতাব আহমেদ (৭৮) হত্যা মামলায় যুক্তিতর্কের শুনানির তারিখ পিছিয়ে আগামী ১৪ নভেম্বর ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার আসামি পক্ষের সময় আবেদন মঞ্জুর করে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ এসএম জিয়াউর রহমান নতুন এই দিন ধার্য করেন।
মামলার আসামিরা হলেন, আফতাব আহমেদের গাড়ীচালক মো. হুমায়ুন কবির, মো. বিল্লাল হোসেন, হাবিব হাওলাদার, মো. রাজু মুন্সি, মো. সবুজ খান ও মো. রাসেল। ডাকাতি ও হত্যার অভিযোগে আসামিদের বিরুদ্ধে ২০১৪ সালের ২৪ জুলাই অভিযোগ গঠন করেন আদালত। আসামিদের মধ্যে হাবিব, বিল্লাল ও হুমায়ুন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
২০১৩ সালের ২৪ ডিসেম্বর রাতে রাজধানীর পশ্চিম রামপুরা ওয়াপদা রোডে ৬৩ নম্বরের নিজ বাসায় খুন হন ফটোসাংবাদিক আফতাব আহমেদ। পরদিন সকালে তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। ৪ তলার ওই বাড়ির তৃতীয় তলায় আফতাব আহমেদ একাই বাস করতেন। লাশ উদ্ধারের সময় তার বাসার প্রায় সব আসবাবপত্র তছনছ অবস্থায় পাওয়া যায়। লুট করা হয় নগদ টাকা, তার ক্যামেরা ও দুর্লভ ছবি। মামলাটিতে গত বছর ২৫ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।