সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

তফিজ উদ্দিন আহমেদ, খানসামা(দিনাজপুর) প্রতিনিধিঃ আজ ১৮ আগস্ট সকাল ১১ টায় খানসামা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে খানসামা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাব সভাপতি মোঃ মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিকান্দার আলী কাবুলের সঞ্চালনায়  অনুষ্ঠিত সমাবেশে স্বাগত বক্তব্য দেন খানসামা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি তফিজ উদ্দিন আহমেদ তিনি তার বক্তব্যে বলেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যাতে ভবিষ্যতে সাংবাদিকদের কেউ অন্যায় ভাবে হামলা করার সাহস না পায়। এবং সকল সাংবাদিকদের সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়নের জন্য তিনি দাবী জানান।
খানসামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিকান্দার আলী কাবুল তার বক্তব্যে  বলেন সাংবাদিকরা জাতির বিবেক তাদের কন্ঠ রোধ করে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। সারাদেশে অনিয়ম দুর্নীতিবাজদের বিরুদ্ধে সংবাদ প্রচার করলেই সাংবাদিকরা হুমকির মুখ পরে, তিনি আরো বলেন সাংবাদিকরা আছে বলেই দুর্নীতিবাজরা দুর্নীতি করতে ভয় পায় তাই সাংবাদিকদের শত্রু না ভেবে সহযোগিতা করুন। সর্বপরি তিনি অপরাধীদের দ্রুত গ্রেফতার করার জন্য আইন-শৃঙ্খলা  বাহিনীকে ধন্যবাদ জানান।
সমাপনী বক্তব্যে খানসামা প্রেসক্লাবের সভাপতি মোজাফ্ফর হোসেন বলেন, গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের ফাঁসি কার্যকরের মাধ্যমে তিনি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সেইসাথে দেশের সকল সাংবাদিকের তিনি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান,যাতে কোন দুর্নীতিবাজরা সাংবাদিকদের অন্যায় ভাবে হামলা করতে না পারে।
মানববন্ধন কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন মোঃ মাসুদ রানা, দৈনিক স্বাধীন ভোর,তৌফিক সারোয়ার, সাংবাদিক আমিনুল ইসলাম, ওমর ফারুক, দৈনিক খোলা কাগজ,রেজাউল ইসলাম, দৈনিক মুসলিম টাইমস, শাকিল মাহমুদ, দৈনিক ভোরের পাতা, দৈনিক জনবানী,গোলাম রব্বানী, দৈনিক আজকালের কন্ঠ, সুজন চন্দ্র রায়, দৈনিক ঢাকা পত্রিকা, পরিমল চন্দ্র রায়, দৈনিক আজকের বসুন্ধরা।